ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৬ মার্চ ২০২৫, ২২ ফাল্গুন ১৪৩১

‘আমার গুবলু-পাগলটা’- সৃজিতকে বললেন তার প্রাক্তন প্রেমিকা

প্রকাশিত: ১৯:২১, ৬ মার্চ ২০২৫

‘আমার গুবলু-পাগলটা’- সৃজিতকে বললেন তার প্রাক্তন প্রেমিকা

ছবি: সংগৃহীত।

সম্প্রতি এক পডকাস্টে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে নিজের সম্পর্ক ও দীর্ঘ ৭ বছর কথা বন্ধ থাকার প্রসঙ্গে মুখ খুললেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। যদিও তাঁদের সম্পর্কের প্রকৃত স্বরূপ কী ছিল, সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি তিনি। তবে দীর্ঘ সময় যোগাযোগ বিচ্ছিন্ন থাকার জন্য সম্পূর্ণভাবে নিজেকেই দায়ী করেছেন অভিনেত্রী।

একসময় টলিউডের ওপেন সিক্রেট ছিল সৃজিত ও ঋতাভরীর ঘনিষ্ঠ সম্পর্ক। গুঞ্জন ছিল, তাঁদের বন্ধুত্বের মধ্যে প্রেমের রঙ লেগেছিল। যদিও কেউই প্রকাশ্যে সে কথা স্বীকার করেননি, তবে তাঁদের ঘনিষ্ঠতা নজর এড়ায়নি কারও। কিন্তু হঠাৎ করেই যেন সম্পর্কের সমাপ্তি ঘটে। টানা ৭-৮ বছর তাঁরা একে অপরের সঙ্গে কথা বলেননি। তবে সম্প্রতি ফের তাঁদের একসঙ্গে দেখা যাচ্ছে। কিছুদিন আগে সৃজিত আচমকাই একটি ছবি পোস্ট করেন ঋতাভরীর সঙ্গে। শুধু তাই নয়, ঋতাভরীর ২০২৫ সালের ক্যালেন্ডার লঞ্চেও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।

ঠিক কী ঘটেছিল তাঁদের মধ্যে? প্রেম ছিল কি না, আর থাকলেও কেন ভেঙে গিয়েছিল? এই সব প্রশ্নের উত্তর মিলেছে ‘স্ট্রেট আপ উইথ শ্রী’ নামের এক পডকাস্টে।

ঋতাভরী সেখানে বলেন, "আমি এই বিষয়ে আগে কখনো প্রকাশ্যে কথা বলিনি। ও (সৃজিত) যা ইচ্ছে বলুক, ও একটা পাগল! (হাসি) আমার কাছে ও এরকমই। খুব কাছের একজন মানুষ। ৭-৮ বছর আমরা একে অপরের সঙ্গে কোনো কথা বলিনি। কিন্তু এখন আবার আমরা আমাদের বন্ধুত্বকে উপভোগ করছি।"

এছাড়া, তিনি আরও বলেন, "আমি কখনোই এই বিষয়টি নিয়ে স্বাচ্ছন্দ্যবোধ করিনি। কারণ সৃজিত এত বড় পাবলিক ফিগার যে, তাঁকে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে দেখে। কেউ ওর ভক্ত, আবার কেউ ওকে একেবারেই সহ্য করতে পারে না। কেউ ওর ওপর এতটাই রেগে থাকে যে, সুযোগ পেলে ‘#MeToo’ এর সঙ্গে জড়িয়ে দিতে পারে, আবার কেউ বলে সৃজিতের মতো ভালো মানুষ হয় না।"

সৃজিত সম্পর্কে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে ঋতাভরী বলেন, "আমার কাছে ও হচ্ছে গুবলু! একজন মানুষ যাকে আমি ও আমার মা খুব ভালোবাসি। ও খুব মিষ্টি, খেতে ভালোবাসে, কাজের প্রতি অসম্ভব প্যাশনেট। ছবির জন্য প্রাণ দিতেও পারে! ডিনার টেবিলে ওর মতো ভালো সঙ্গী পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার।"

তবে সব কিছুর পরেও, এতদিন তাঁদের সম্পর্কে যে দূরত্ব তৈরি হয়েছিল, তার দায় সম্পূর্ণ নিজের কাঁধেই নিয়েছেন ঋতাভরী।

নুসরাত

×