ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৬ মার্চ ২০২৫, ২২ ফাল্গুন ১৪৩১

ঘড়ি রহস্য: শেখ সাদী’র সঙ্গে প্রেমে মগ্ন পরীমণি!

প্রকাশিত: ১৭:০৭, ৬ মার্চ ২০২৫; আপডেট: ১৭:০৯, ৬ মার্চ ২০২৫

ঘড়ি রহস্য: শেখ সাদী’র সঙ্গে প্রেমে মগ্ন পরীমণি!

ছবি : সংগৃহীত

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমণির ব্যক্তিগত জীবন নিয়ে প্রায় গরম থাকে সামাজিক মাধ্যম। আবারো গরম খবর নিয়ে হাজির হয়েছে আলোচিত ও সমালোচিত এই অভিনেত্রী। 


সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক যুবকের বুকে মাথা রেখে ছবি পোস্ট করে আবার ভাইরাল এই নায়িকা। তবে কার বুকে মাথা রাখলেন, এ নিয়ে যেন বিতর্ক থামছে না। নাকি নতুন প্রেমের দিকে ইঙ্গিত দিয়ে দর্শকদের উসকে দিচ্ছেন তিনি। 

 


যদিও নেটিজেনদের অনেকে বলছেন, হাতের ঘড়ির সূত্র প্রমাণ করে, যুবকটি আর কেউ নয় সেই তরুণ সংগীতশিল্পী শেখ সাদী। 


গত মঙ্গলবার রাতে নিজের ফেসবুক প্রোফাইলে এই ছবি পোস্ট করে ক্যাপশনে পরীমণি লিখেছেন- ‘জীবন ভালোবাসার, এ জীবন প্রেমের। এ জীবন প্রেমের মায়ায় জড়িয়ে থাকুক।  শুধু অবসানের জন্য জীবন প্রেমের থেকে বিচ্ছিন্ন না হোক।  প্রেম ফিরে আসুক ভালোবাসা হয়ে আবার চলে যাক শরতের সাদা শুভ্র মেঘের মতন।  শুধু ওই মেঘ গর্জন না হোক। জীবন চলুক জীবনের মতন।’ 

 

শোবিজ পাড়ায় পরীমণি ও শেখ সাদীর প্রেমের খবর ছড়িয়ে পড়াই চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আর এই ছবিই যেন আগুনে ঘি ঢেলে দিয়েছে সেই গুঞ্জনে কিছুটা মাত্রা বাড়িয়ে দিল। 


পরিমণির সেই পোস্টে কেউ কেউ বলছেন, পরীমণি শেখ সাদীকে আর লুকিয়ে রাখতে পারলেন না! আবার কেউ মজা করে লিখেছেন, নতুন জুটি কি তবে প্রকাশ্যে? 


এদিকে পরীমণি আর শেখ সাদীর একে অপরের পোস্ট লাইক-শেয়ার করে এবং ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস দিয়ে প্রেমের গুঞ্জনকে সত্যি সত্যি উসকে দিচ্ছেন এই তারকাদ্বয়।  
 

শুভ

×