
ছবি: সংগৃহীত
বেগুনি পোশাকে নজর কারা ছবি শেয়ার করে ভক্তদের প্রশংসা কুড়ালেন তানজিন তিশা।
দেশের ছোট পর্দার জনপ্রিয় লাস্ট সময় অভিনেত্রী তানজিন তিশা। তার সুন্দর ফ্যাশন এবং অভিনয় বরাবরই ভক্তদের পছন্দের।
সম্প্রতি নিজের ভেরিফাইড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক অ্যাকাউন্টে বেগুনি পোশাকে কিছু ছবি ভক্তদের সাথে শেয়ার করে তৈরি করেছেন নতুন আলোচনা।
ছবিতে দেখা যায় তিনি বেগুনি রংয়ের পোশাক ও সোনালী রঙের ওড়না পড়ে খোলা চুলে হাস্যোজ্জ্বল মুখে দাঁড়িয়ে আছেন। তার পোশাকে সোনালী রঙের হালকা কিছু কাজ রয়েছে।
ডান হাতের আঙুলে একটি আংটি এবং বাম হাতে ঘড়ি পড়ে খুবই সামান্য গহনায় নিজেকে ফুটিয়ে তুলেছেন এই নায়িকা।
প্রসঙ্গত, সম্প্রতি তানজিন তিশা তার অভিনীত ঘুমপরী নাটকের মধ্য দিয়ে বেশ আলোচনায় আছেন।
শিলা ইসলাম