ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৬ মার্চ ২০২৫, ২২ ফাল্গুন ১৪৩১

নিজের প্রিয় বাড়ি ছাড়ছেন শাহরুখ!

প্রকাশিত: ১৬:৩৪, ৬ মার্চ ২০২৫

নিজের প্রিয় বাড়ি ছাড়ছেন শাহরুখ!

ছবিঃ সংগৃহীত

বলিউড সুপারস্টার শাহরুখ খান ও তার পরিবার সাময়িকভাবে তাদের বাসভবন ‘মান্নাত’ ছেড়ে অন্যত্র স্থানান্তরিত হচ্ছেন। মুম্বাইয়ের বান্দ্রায় অবস্থিত এই বাড়িটি ভক্তদের জন্য তীর্থস্থানসম।

জানা গেছে, বাড়িটির অভ্যন্তরীণ সংস্কার ও সম্প্রসারণের কাজ চলার কারণে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। মে মাস থেকে শুরু হয়ে প্রায় দুই বছর ধরে এই সংস্কার চলবে, যেখানে বাড়িতে আরও দুটি তলা যুক্ত করা হবে।

এই সময় শাহরুখ ও তার পরিবার বান্দ্রার পালি হিল এলাকায় অবস্থিত ‘পূজা কাসা’ নামক বিলাসবহুল আবাসনে থাকবেন। তারা প্রথম, দ্বিতীয়, সপ্তম ও অষ্টম তলা ভাড়া নিয়েছেন, যার জন্য বছরে ২.৯ কোটি রুপি ভাড়া গুনতে হবে।

পালি হিলের এই নতুন আবাসনে শাহরুখ খানের প্রতিবেশী হবেন আমির খান, রণবীর কাপুর ও আলিয়া ভাটের মতো বলিউড তারকারা। তবে এটি স্থায়ী নয়, ‘মান্নাত’-এর সংস্কার কাজ শেষ হলেই তারা আবার সেখানে ফিরে যাবেন।

শাহরুখ খানের স্ত্রী গৌরী খান ‘মান্নাত’-এর অভ্যন্তরীণ নকশার দায়িত্বে রয়েছেন, আর বাড়ির সুইমিং পুলের ধারের জায়গাটি তার বিশেষ পছন্দের। সংস্কার কাজের পর বাড়িটি আরও আকর্ষণীয় হয়ে উঠবে বলে ধারণা করা হচ্ছে।

এই সাময়িক স্থানান্তরের খবর শুনে ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। তবে সবারই আশা, নতুন রূপে ফিরে আসবে ‘মান্নাত’।

কানন

×