
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী হিনা খান স্তন ক্যানসারে আক্রান্ত হলেও হার মানছেন না জীবনযুদ্ধে। কঠিন এই সময়ে তিনি যেমন লড়াই চালিয়ে যাচ্ছেন, তেমনি উপভোগ করছেন জীবনের প্রতিটি আনন্দমুহূর্ত।
সাম্প্রতিক সময়ে বিভিন্ন ফ্যাশন শো ও ফটোশুটে সরব উপস্থিতি জানান দিচ্ছে, ক্যানসার তার আত্মবিশ্বাসে কোনো প্রভাব ফেলতে পারেনি। পাশাপাশি, নিজের ধর্মীয় বিশ্বাসকেও আঁকড়ে ধরে রেখেছেন তিনি। রমজান মাসে নিয়মিত রোজা পালন করছেন এই সাহসী অভিনেত্রী।রমজানেও ধর্মীয় অনুশীলনে অটুট হিনা
সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় হিনা খান। সম্প্রতি ইনস্টাগ্রামে নিজের সেহরি ও ইফতারের মুহূর্ত শেয়ার করেছেন তিনি। এক পোস্টে লিখেছেন,
"রমজান মুবারক। আমাকে কেমন লাগছে? প্রথমদিনের সেহরি থেকে ইফতার পর্যন্ত আমার যাত্রা। আলহামদুলিল্লাহ। সকলের দোয়া কামনা করছি।"
নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে খেজুর হাতে একটি ছবি শেয়ার করে জানিয়েছেন, "ইফতারের জন্য প্রস্তুত!"
একটি ছবিতে দেখা গেছে, সালোয়ার-কামিজ পরে ইফতার টেবিল সাজাচ্ছেন হিনা। তার ঘর সাজানোর মুহূর্ত ও মায়ের সঙ্গে ইফতার করার ছবি ভক্তদের হৃদয় ছুঁয়ে গেছে।
শরীরচর্চাতেও নিয়মিত তিনি
রোজা রাখার মধ্যেও স্বাস্থ্য সচেতন রয়েছেন হিনা খান। ক্যানসারের চিকিৎসার পাশাপাশি নিয়মিত জিমেও যাচ্ছেন তিনি। এক পোস্টে লিখেছেন,
"আমি আমার ডেইলি রুটিন মেনে চলার চেষ্টা করছি। ধীরে ধীরে জীবনের মূল স্রোতে ফিরতে চাই। রমজানের প্রথম দিন... তোমরা কেমন আছো?"
হিনার এমন মানসিক দৃঢ়তা ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি তার অনুরাগীদের অনুপ্রাণিত করছে। জীবনযুদ্ধে হার না মানা এই অভিনেত্রী যেন আরও শক্তি পান, এমনটাই প্রার্থনা করছেন তার ভক্তরা।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া
রাজু