
ছবিঃ সংগৃহীত
ফেসবুকে এক পোস্টে পরিমণি লিখেছেন, প্রেম ফিরে ফিরে আসুক ভালোবাসা হয়ে!
তিনি আরো লিখেছেন, জীবন ভালোবাসার, এ জীবন প্রেমের। এ জীবন প্রেমের মায়ায় জড়িয়ে থাকুক। শুধু অবসানের জন্য জীবন প্রেমের থেকে বিচ্ছিন্ন না হোক। প্রেম ফিরে ফিরে আসুক ভালোবাসা হয়ে, আবার চলে যাক শরতের সাদা শুভ্র মেঘের মতন। শুধু ওই মেঘ গর্জন না হোক। জীবন চলুক জীবনের মতন।
তার এই পোস্টে তিনি কি তার নতুন প্রেমের ইঙ্গিত দিলেন কী না প্রশ্ন ভক্তদের।
তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/15tfCkLjJg/
মারিয়া