
ছবি সংগৃহীত
জনপ্রিয় অভিনেত্রী পরীমনি তার ফেসবুক আইডিতে একটি আবেগঘন পোস্ট শেয়ার করেছেন। অভিনেত্রী তার পোস্টে প্রেম ও ভালোবাসার প্রতি নিজের অনুভূতি প্রকাশ করেছেন। তার এই পোস্ট মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে।
পোস্টে পরীমনি লেখেন, "প্রেম ফিরে ফিরে আসুক ভালোবাসা হয়ে….."। তিনি আরো লেখেন, "জীবন ভালোবাসার, এ জীবন প্রেমের। এ জীবন প্রেমের মায়ায় জড়িয়ে থাকুক। শুধু অবসানের জন্য জীবন প্রেমের থেকে বিচ্ছিন্ন না হোক। প্রেম ফিরে ফিরে আসুক ভালোবাসা হয়ে…..আবার চলে যাক শরতের সাদা শুভ্র মেঘের মতন। শুধু ওই মেঘ গর্জন না হোক। জীবন চলুক জীবনের মতন……"
আশিক