ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৬ মার্চ ২০২৫, ২২ ফাল্গুন ১৪৩১

চমকে দিলেন সালমান-রাশমিকা

প্রকাশিত: ১৯:৩৪, ৫ মার্চ ২০২৫; আপডেট: ১৯:৩৮, ৫ মার্চ ২০২৫

চমকে দিলেন সালমান-রাশমিকা

সালমান খান ও রাশমিকা মান্দানার

বলিউড অভিনেতা সালমান খান। তাকে সবশেষ দেখা গিয়েছিল ২০২৩ সালে ‘টাইগার ৩’ সিনেমায়। তারপর বেশ কিছু সিনেমায় অতিথি চরিত্রে দেখা গেছে। তাই তার আসন্ন ‘সিকান্দার’ নিয়ে ভক্তদের প্রত্যাশা তুঙ্গে।
আগামী ঈদে মুক্তির জন্য প্রস্তুত তার নতুন সিনেমা ‘সিকান্দার’। ইতোমধ্যে সিনেমাটির টিজার প্রকাশিত হয়েছে। প্রকাশের পরপরই দর্শকদের মধ্যে তুমুল সাড়া ফেলেছে। টিজারে সালমানের অ্যাকশন দেখে দর্শকরা শিহরিত হচ্ছেন। এরই মধ্যে বুধবার সন্ধ্যায় এলো ‘সিকান্দার’ সিনেমার প্রথম গান ‘জাহরা জাবি’।
ফারাহ খানের নৃত্যপরিচালনায় গানটিতে সালমান খান ও রাশমিকা মান্দানার জুটি নজর কেড়েছে দর্শকের। নাকাশ আজিজ এবং দেব নেগির কণ্ঠে ‘জাহরা জাবিন গানটির কথা লিখেছেন সমীর এবং দানিশ সাবরি। মাঝে রয়েছে প্যাপ মিউজিকের ছোয়া। প্রিতমের মিউজিকে গানটি নেট দুনিয়ায় মুক্তি পেতেই ভাইজানের অনুরাগীদের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে।
সিকান্দার অসহায় মানুষের পক্ষে লড়াই করেন। তবে সেই লড়াই করতে গিয়ে বেছে নেয় প্রতিশোধের পথ। তাই তার সংলাপ, ‘বিচার চাইতে আসিনি, এসেছি হিসাব মেটাতে।’
সিকান্দার-এ সালমান ও রাশমিকা মান্দানা ছাড়াও অভিনয় করেছেন, কাজল আগরওয়াল, সত্যরাজ, সুনীল শেঠি, শরমন যোশী, প্রতীক বাব্বর।
আনন্দকণ্ঠ ডেস্ক

×