
অ্যাড্রিয়েন ব্রডি
অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের সেরা অভিনেতা বিভাগে প্রথম দুই মনোনয়নের বিপরীতে দুটিতেই পুরস্কার জয়ের রেকর্ড গড়লেন অ্যাড্রিয়েন ব্রডি। ৯৭তম অস্কারে ‘দ্য ব্রুটালিস্ট’ দ্বিতীয়বারের মতো তাকে এই সম্মান এনে দিয়েছে। ২০০৩ সালে রোমান পোলানস্কি পরিচালিত ‘দ্য পিয়ানিস্ট’ ছবির সুবাদে প্রথমবার সেরা অভিনেতা বিভাগে অস্কার জয় করেন অ্যাড্রিয়েন ব্রডি। তখন তার বয়স ছিল ২৯ বছর। দীর্ঘ ২২ বছর পর এবারের আসরে এসে দ্বিতীয়বার অস্কারের মনোনয়ন পেলেন তিনি। এবারও সোনালি ট্রফি উঠল তার হাতে।
৫১ বছর বয়সী অ্যাড্রিয়েন ব্রডি দ্বিতীয়বার অস্কার জিতে নিজের একটি রেকর্ড অক্ষুণœœ রাখলেন। অস্কারের ইতিহাসে সেরা অভিনেতা বিভাগে এখনো তিনিই সর্বকনিষ্ঠ বিজয়ী।
দ্বিতীয়বার অস্কার জয়ের পর মঞ্চে দাঁড়িয়ে অ্যাড্রিয়েন ব্রডি বলেন, অভিনয় খুবই ক্ষণস্থায়ী পেশা। এটি দেখতে খুবই চাকচিক্যময় লাগে। কিছু কিছু মুহূর্তে ব্যাপারটা তেমনই। কিন্তু এই মঞ্চে ফিরে আসার সৌভাগ্য পেয়ে যে বিষয়টি অর্জন করেছি তা হলো কিছু দৃষ্টিভঙ্গি থাকা। ক্যারিয়ারের যেখানেই থাকি না কেন কিংবা যা কিছু অর্জন করি সেসব বড় কোনো বিষয় নয়, সবকিছুই নিমেষে হারিয়ে যেতে পারে।
আজকের এই রাত এত বিশেষ কারণ আমি সেসব বুঝি ও আমি যে কাজ ভালোবাসি সেটি করতে পারায় কৃতজ্ঞ। যুদ্ধ, নিপীড়ন, ইহুদি-বিদ্বেষ, বর্ণবাদের দীর্ঘ যন্ত্রণা ও এসবের প্রতিফলনকে উপস্থাপন করে আমি আবারও এখানে এসেছি। আমি একটি সুন্দর, আনন্দময় ও সর্বোচ্চ অন্তর্ভুক্তিমূলক পৃথিবীর জন্য প্রার্থনা করি। আমার বিশ্বাস, যদি অতীত আমাদের কিছু শেখাতে পারে তাহলে সে মনে করিয়ে দেয় ঘৃণায় কখনোই কোনো লাভ হয় না।