
মোশাররফ করিম ও তানিয়া বৃষ্টি
জনপ্রিয়, গুণী, মেধাবী নাট্যাভিনেতা মোশাররফ করিম দীর্ঘ এক যুগ পর সময়ের ব্যস্ত নাট্যনির্মাতা জিয়া উদ্দিন আলমের নির্দেশনায় ‘খুচরা পাপী’ শিরোনামের একটি নাটকে অভিনয় করেছেন। নাটকের কাহিনী আলমেরই। রচনা করেছেন জুয়েল এলিন। নাটকটিতে মোশাররফ করিম মোশাররফ নামেই অভিনয় করেছেন। তার বিপরীতে রিনি চরিত্রে অভিনয় করেছেন প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি।
এরইমধ্যে নাটকটির শূটিং সম্পন্ন হয়েছে। ঈদে এনটিভিতে নাটকটি প্রচার হবে, এটা নিশ্চিত করেছেন জিয়া উদ্দিন আলম। নাটকটিতে অভিনয় করা প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, দীর্ঘদিন পর আলমের নির্দেশনায় অভিনয় করলাম। তার গল্প নির্বাচনটাও ভালো। আর তানিয়া বৃষ্টি অত্যন্ত মেধাবী একজন অভিনেত্রী। আমার সঙ্গে তার বেশ কয়েকটি কাজ হয়েছে। তানিয়া তার অভিনয়ে ভীষণ মনোযোগী এবং তার সেরাটাই সে দেবার চেষ্টা করে।
আলম বলেন, মোশাররফ ভাইকে নিয়ে বলার মতো যোগ্যতা আমার নেই। শুধু এতটুকুই বলব তিনি আমাদের ইন্ডাস্ট্রির জন্য আশীর্বাদ। অভিনেত্রী তানিয়া বৃষ্টি বলেন, মোশাররফ ভাইয়ের সঙ্গে যতগুলো নাটকে অভিনয় করেছি প্রত্যেকটি নাটকে অভিনয়ের জন্য ভীষণ সাড়া পেয়েছি। আমার কাছে তিনি অভিনয়ের পাঠশালা। তার সঙ্গে যতই কাজ করি ততই আমি আমার নিজেকে সমৃদ্ধ করি।
আলম ভাই বেশ গুছানো একজন পরিচালক। খুব আশাবাদী কাজটি নিয়ে। আর আজ আমার জন্মদিন। জন্মদিনে সবার কাছে দোয়া চাই আল্লাহ যেন আমাকে, আমার পরিবারের সবাইকে সুস্থ রাখেন, ভালো রাখেন।