ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৫ মার্চ ২০২৫, ২০ ফাল্গুন ১৪৩১

এবার মুখ খুললেন অভিনেত্রী তমা মির্জা

প্রকাশিত: ২২:৩৩, ৪ মার্চ ২০২৫; আপডেট: ২২:৩৫, ৪ মার্চ ২০২৫

এবার মুখ খুললেন অভিনেত্রী তমা মির্জা

অভিনেত্রী তমা মির্জা

চলচ্চিত্র নির্মাতা রায়হান রাফী ও অভিনেত্রী তমা মির্জার প্রেমের গুঞ্জন নতুন কিছু নয়। মাঝে শোনা গিয়েছিল, তাদের সম্পর্কের ইতি ঘটেছে। তবে সম্প্রতি নতুন করে জোরদার হয়েছে তাদের বিয়ের গুঞ্জন।

সোমবার (৩ মার্চ) ছিল রায়হান রাফীর জন্মদিন। দিনটি একসঙ্গে উদযাপন করেন এই পরিচালক ও অভিনেত্রী। তাদের সঙ্গে ছিলেন রাফীর মা-ও। ঘরোয়া পরিবেশে উদযাপিত এই জন্মদিনের মুহূর্তের ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এরপর থেকেই শুরু হয়েছে নতুন আলোচনা— তবে কি তারা গোপনে বিয়ে করেছেন?

গুঞ্জন নিয়ে প্রথমে চুপ থাকলেও শেষ পর্যন্ত নীরবতা ভেঙেছেন তমা মির্জা। মঙ্গলবার (৪ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দিয়ে তিনি সংবাদমাধ্যমকে গুজব না ছড়ানোর অনুরোধ করেন।

তমা লেখেন, "আমি সংবাদমাধ্যমকে এই ধরনের বিভ্রান্তিকর ও অপ্রয়োজনীয় গুজব ছড়ানো থেকে বিরত থাকার জন্য দৃঢ়ভাবে অনুরোধ করছি। আমি একজন শিল্পী, আর একজন শিল্পী হিসেবে আমার প্রাথমিক মনোযোগ কাজের দিকে। বর্তমানে আসন্ন প্রকল্পগুলোর প্রতি মনোযোগ দিচ্ছি।"

তিনি আরও বলেন, "তবে যারা দায়িত্বশীল এবং সততার সঙ্গে সংবাদ পরিবেশন করেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ।"

আশিক

×