
ছবি: সংগৃহীত
জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া সম্প্রতি তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন, যেখানে তিনি বাবাকে হারানোর পর রমজান মাসে ইফতারের অনুভূতি নিয়ে কথা বলেছেন।
ফারিয়া জানান, বাবার মৃত্যুর পর থেকে রমজান মাসে তিনি যতটা সম্ভব বাসায় ইফতার করার চেষ্টা করেন। যখন নিয়মিত অভিনয়ের কাজে ব্যস্ত থাকতেন, তখনও মায়ের সঙ্গে ইফতার করে কাজে ফেরার চেষ্টা করতেন। উত্তরা থেকে শান্তিনগর গিয়ে আবার কাজে ফেরা তার জন্য সহজ ছিল না, তবুও তিনি মা-কে সময় দেওয়ার চেষ্টা করতেন।
তবে বাবার জীবদ্দশায় বিষয়টি এতটা গুরুত্বপূর্ণ মনে হয়নি। তিনি বলেন, ‘‘বাবা থাকতে ভাবতাম বন্ধুদের সঙ্গে বাইরে ইফতার করি। ঈদের আগে ব্যস্ততার ফাঁকে একটু সময় পেলে বাইরে যেতে চাইলে বাবা-মা রাগ করতেন, তখন মনে হতো—আমার বাবা-মা এমন কেন!’’
কিন্তু বাবাকে হারানোর পর বুঝতে পেরেছেন, পরিবারের সঙ্গে ইফতারের মুহূর্তই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন তিনি সর্বোচ্চ চেষ্টা করেন মায়ের সঙ্গে ইফতার করতে।
শবনম ফারিয়া আরও জানান, বাবার অনুপস্থিতিতে তাদের বাসায় ইফতারের সেই আগের আমেজ আর নেই। বিশেষ কোনো অতিথি এলে হয়তো কিছু আয়োজন হয়, কিন্তু বাবার সময়ের মতো আনন্দ আর থাকে না। তিনি বলেন, ‘‘আমার ইফতারের মূল আইটেম মিসিং!’’
তিনি স্মৃতিচারণ করে বলেন, বাবার নির্দিষ্ট চেয়ারে এখন কেউ বসেন না, আর ইফতারের সময় অনিচ্ছাসত্ত্বেও তার চোখ চলে যায় সেই খালি চেয়ারের দিকে। মাঝে মাঝে মনে হয়, বাবা যেন এখনো আছেন, মাগরিবের পর বসবেন তার পাশে।
ফারিয়া আল্লাহর দরবারে প্রার্থনা করেন, ‘‘রাব্বির হামহুমা, কামা রাব্বায়ানি সাগিরা।’’ (হে আল্লাহ, তাদের রহম করুন, যেমন করে তারা ছোটবেলায় আমাকে লালন-পালন করেছেন)।
শবনম ফারিয়ার এই পোস্ট অনেক ভক্ত ও অনুরাগীদের হৃদয় ছুঁয়ে গেছে এবং তারা তার বাবার আত্মার শান্তি কামনা করেছেন।
এম.কে.