ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৪ মার্চ ২০২৫, ২০ ফাল্গুন ১৪৩১

বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে হলিউডে অনুষ্ঠিত হলো ৯৭তম অস্কার পুরস্কার

সাইফুর রহমান ওসমানী জিতু

প্রকাশিত: ১৯:১২, ৪ মার্চ ২০২৫; আপডেট: ১৯:১৭, ৪ মার্চ ২০২৫

বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে হলিউডে অনুষ্ঠিত হলো ৯৭তম অস্কার পুরস্কার

ছবি: দৈনিক জনকণ্ঠ

গেলো রবিবার লস এঞ্জেলেস শহর সংলগ্ন হলিউড বুলেভার্ড সড়কের ওপর ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হলো, বিশ্বের চলচ্চিত্রের বৃহত্তম রজনী নামে পরিচিত ‘এ্যাকাডেমী এওয়ার্ড’ অর্থাৎ ৯৭তম অস্কার পুরস্কার।

চমক আর লাল গালিচায় চোখ ঝলসানো ফ্যাশন প্যারেডের মধ্য দিয়ে বিশ্ব বরেন্যে চলচ্চিত্র তারকাদের অংশগ্রহনে ঘোষণা করা হয় ৯৭তম একাডেমি অ্যাওয়ার্ড অর্থাৎ অস্কার পুরস্কার।

মূল অনুষ্ঠান শুরু হবার আগে বিশ্বের অসংখ্য ফটো সাংবাদিকদের ক্যামেরার আলোর ঝলকানিতে শুরু হয়, হলিউড বুলেভার্ডের ‘ডলবি থিয়েটারে’ মূল প্রবেশ পথে লাল গালিচায় ওপর আগত বিশ্ববিখ্যাত চলচ্চিত্র তারকাদের নানা বৈচিত্র্যের, এক বর্নাঢ্য ফ্যাশন প্যারেড। বিশ্বের বিভিন্ন সংবাদমাধ্যমের ফটো সাংবাদিকদের ক্যামেরার আলোর ঝলকানির মধ্যে দিয়ে হলিউড তারকারা অস্কার পুরস্কার অনুষ্ঠানে উপস্থিত হন।

এবারের ৯৭তম অস্কার পুরস্কারের অনুষ্ঠান সন্চালনায় ছিলেন, যুক্তরাষ্ট্রের টেলিভিশন জনপ্রিয় উপস্থাপক ‘কো নান ও ব্রায়ান’। বিশ্বের কোটি কোটি দর্শকরা টেলিভিশনের মাধ‍্যমে প্রায় ৪ ঘন্টা ধরে সরাসরি হলিউড থেকে অস্কার অনুষ্ঠান উপভোগ করেন।

এবারের অস্কারের দৌড় প্রতিযোগিতায় ছিলো চমক, বিতর্ক এবং বিস্ময়! ৯৭তম অস্কার আসরে এবার শীর্ষ তালিকায় বাজিমাত করেছে শন বেকার পরিচালিত ‘আনোরা’ ছায়াছবি। ছয়টি প্রধান পুরস্কারের মধ্যে পাঁচটি গুরুত্বপূর্ণ বিভাগে অস্কার পুরস্কার ছিনিয়ে নেয় ‘আনোরা’ ছায়াছবিটি। যার মধ‍্যে রয়েছে সেরা ছবি, সেরা পরিচালক, সেরা অভিনেত্রী, সেরা সম্পাদনা এবং সেরা মূল চিত্রনাট্য।

ওদিকে, অস্কার মনোনয়ন তালিকায় মোট ১৩টি মনোনয়ন পেয়ে সবচেয়ে বেশি মনোনীত ছায়াছবি ছিলো ‘এমিলিয়া পেরেজ’। ছবিটি সর্বাধিক মনোনিত হলেও মাত্র দুটি পুরস্কার পেতে সক্ষম হয়। যার মধ‍্যে রয়েছে , সেরা পার্শ্ব অভিনেত্রী এবং সেরা মৌলিক গানের জন্য।

মনোনয়ন তালিকায় দ্বিতীয় স্হানে ছিলো ‘দ্য ব্রুটালিস্ট’ ও ‘উইকেড’ দূ’টো ছায়াছবি এবং উভয় ছায়াছবিটি পেয়েছে মোট ১০টি করে মনোনয়ন। মোট ৮টি মনোনয়ন পেয়ে তৃতীয় স্হানে রয়েছে ‘ এ কমপ্লিট আননোন’ ছায়াছবিটি। মনোনিত ছায়াছবির মধ‍্যে ‘দ্য ব্রুটালিস্ট" তিনটি অস্কার পুরস্কার, উইকড" এবং "ডিউনঃ পার্ট টু" দুটি করে অস্কার পুরস্কার অর্জন করতে সক্ষম হয়।

এবারের অস্কারে ইতিহাসে নতুন নজির স্হাপন করে ২৬ বছরের সর্বকনিষ্ঠ অস্কারজয়ী অভিনেত্রী চলচ্চিত্র নির্মাতা শন বেকারের ‘আনোরা’ চলচ্চিত্রে মুখ্য ভূমিকায় অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী হিসাবে অস্কার জিতেছেন মাইকি ম্যাডিসন। সেরা পার্শ্ব অভিনেতা হিসাবে ‘এ রিয়েল পেইন’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য স্বীকৃতি পেলেন আমেরিকান অভিনেতা কিয়েরান কালকিন।

বিশ্ববিখ‍্যাত হলিউড তারকা মরগান ফ্রিম্যান অস্কার অনুষ্ঠানে এক বিশেষ পর্বে সদ‍্য প্রয়াত হলিউড অভিনেতা জিন হ্যাকম্যানকে শ্রদ্ধা জানান, গত সপ্তাহে তার স্ত্রী এবং কুকুর সহ তাদের নিউ মেক্সিকো বাড়িতে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল। এছাড়াও গেলো নভেম্বরে সঙ্গীত জগতের আইকনিক ব‍্যক্তিত্ব প্রয়াত কুউন্সি জোন্সের সম্মানেও বিশেষ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন, ওপরাহ উইনফ্রে, হুপি গোল্ডবার্গ এবং কুইন লতিফা । প্রয়াত কুইন্সি জোন্স সাত দশকেরও অধিক সময়ে হলিউডে তিনি ২৮টি গ্র‍্যামী পুরস্কার, ৪টি গোল্ডেন গ্লোব, সাতটি অস্কার পুরস্কারসহ অসংখ্য সম্মাননা অর্জন করেন ।

প‍্যালেস্টাইন ও ইসরায়েলের চলচ্চিত্র নির্মাতা বাসেল আদ্রা, হামদান বল্লাল, ইউভাল আব্রাহাম এবং র্যাচেল সজোর 'নো আদার ল্যান্ড " নামে চলচ্চিত্রটি ‘সেরা প্রামান‍্য চলচ্চিত্র’ হিসাবে অস্কার পুরস্কার লাভ করে। প‍্যালেস্টাইন ও ইসরায়েলি উভয় চলচ্চিত্র নির্মাতাদের দ্বারা নির্মিত 'নো আদার ল্যান্ড " এই চলচ্চিত্রটি এবারের অস্কার অনুষ্ঠানে বেশ আলোচিত ও প্রশংসিত হয় । চলচ্চিত্র নির্মাতা আব্রাহাম বলেন, "আমরা এই চলচ্চিত্রটি তৈরি করেছি, প‍্যালেস্টাইন ও ইসরায়েলি দূ’টি দেশের চলচ্চিত্র নির্মাতাদের যৌথ প্রচেষ্টায় । আমাদের উভয় জাতির জন্য জাতীয় অধিকার সহ জাতিগত আধিপত্য ব্যতীত একটি রাজনৈতিক সমাধান খুঁজে পেতে। কারণ এর মধ‍্য দিয়ে আমরা আমাদের কণ্ঠস্বরকে যেমন আরো আরও শক্তিশালী করতে সক্ষম হবো। শুধু তাই নয়, এর মধ্যে দিয়ে আমরা একে অপরকেও দেখতে পাই… আমাদের উভয় জাতির জন্য জাতীয় অধিকার সহ জাতিগত আধিপত্য ব্যতীত একটি রাজনৈতিক সমাধান হতে পারে বলে আমাদের বিশ্বাস “।

যুক্তরাষ্ট্রের এবিসি টেলিভিশন নেটওয়ার্কের মাধ্যমে বিশ্বের ২২৫টিরও বেশি দেশে কোটি কোটি দর্শকরা হলিউডের ডল্বি থিয়েটার থেকে ৯৭তম একাডেমী এওয়ার্ড সরাসরি টেলিভিশন আর সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রত্যক্ষ করেন।

শিহাব

×