
ছবি : সংগৃহীত
পশুর চেয়ে মানুষ কোনও অংশে কম হিংস্র নয় বলে মন্তব্য করেছেন ভারতীয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। তিনি বিভিন্ন সময় আলোচিত ও সমালোচিত মন্তব্য করার কারণে নেটিজেনদের কাছে অধিক পরিচিত।
যে কোন ইস্যুতে বরাবরই স্পষ্ট অবস্থান তুলে ধরেন এই আলোচিত অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি পশুপ্রেমী হিসেবেও পরিচিতি আছে স্বস্তিকা মুখার্জির। পশু-প্রকৃতির ওপর হওয়া কোনও অন্যায় সহ্য করতে পারেন না তিনি।
সম্প্রতি পশুপ্রেম এবং তাদের নিয়ে কাজ করার জন্য সম্মানিতও হয়েছেন এই অভিনেত্রী। আর ঠিক তারপর দিন ফেসবুকে একটি পোস্ট শেয়ার করলেন স্বস্তিকা। যেখানে মেয়েদের নিয়ে উদ্বেগ প্রকাশ করতে দেখা গেল নায়িকাকে।
পশুদের নিয়ে ফেসবুক পোস্টে এক ব্যক্তি লেখেন, রাস্তায় কিছু কিছু কুকুর দেখে তিনি ভয় পান। মনে হয়, কুকুরগুললো তার উপর হামলা করে।
চেনা কায়দায় এই মন্তব্যের বিরোধিতা করেন স্বস্তিকা। পশুর চেয়ে মানুষ যে কোনও অংশে কম হিংস্র নয়, তা স্পষ্ট করে দেন তিনি। এমনকি এই মানুষদের জন্য মহিলারা নিরাপদ বোধ করেন না এমনটাও মন্তব্য অভিনেত্রীর।
স্বস্তিকা লেখেন, ‘কিছু কিছু মানুষ ভয়ঙ্কর আক্রমণাত্মক হয়েই আছে। রেপ করছে, খুন করছে। আমাদের মেয়েদের ভয় লেগেই আছে। বাসে, ট্রামে, অফিসে, বন্দরে, বাড়িতে, স্কুলে, কলেজে। কি করছেন সেটার ব্যাপারে যদি একটু আমাদের সঙ্গে শেয়ার করেন প্লিজ!’
অনেকেই এদিন অভিনেত্রীর পোস্টে মন্তব্য করেছেন। কেউ তাকে সমর্থন করেছেন। কেউ আবার সমালোচনা করেছেন।
শুভ