
ছবি : সংগৃহীত
বিয়ের ৩৭ বছর পর নাকি সংসার ভাঙছে বলিউড তারকা গোবিন্দ ও সুনীতা আহুজার। এমনি গুঞ্জন চলছে মিডিয়া পাড়ায়। আসলেই কি তাদের সংসার ভাঙছে, নাকি গুঞ্জন? এমন প্রশ্ন অনেকের মনে। অবশ্য এমন প্রশ্ন আসার কারণও রয়েছে।
গোবিন্দ-সুনীতার সংসার ভাঙনের খবরে বলিউডের অন্যান্যরা বিস্মিত। যদিও বলিউডে ঘর ভাঙার ঘটনা নতুন নয়! তবুও রোমান্টিক এ জুটির সংসার ভাঙার খবর মানতে পারেননি ভক্ত-অনুরাগীরা।
অবশেষে নীরবতা ভাঙে সুনীতা পরিষ্কার ভাষায় জানান, ‘এমন কোনো মানুষের এখন পর্যন্ত জন্মই হয়নি যে গোবিন্দ-সুনীতাকে আলাদা করে দেবে।’ গোবিন্দর স্ত্রী কণ্ঠে এমন স্তুতি শুনে স্বস্তি পান অনুরাগীরাও। তবু জল্পনা-কল্পনা তৈরি করলেন গোবিন্দ।
সম্প্রতি চলা বিবাহবিচ্ছেদ বিতর্ক নিয়ে অভিনেতা গোবিন্দ জানান, ‘আমি এ মুহূর্তে ব্যবসার কাজ নিয়ে এবং নিজের পরবর্তী সিনেমা নিয়ে ব্যস্ত।’
তবে, সৃষ্টিকর্তার কাছে সুনীতা নাকি এমনটাও প্রার্থনা করেছেন, আগামী সাত জন্মে যেন গোবিন্দকে স্বামী হিসেবে না পান।
উল্লেখ্য, গত শনিবার (১ মার্চ) ছিল গোবিন্দর ছেলে যশবর্ধনের ২৮ তম জন্মদিন। ছেলের সঙ্গে ছবি পোস্ট করে জন্মদিনের শুভেচ্ছা বার্তা দেন সুনীতা। রাতে মা ও বোন টিনাকে নিয়ে জন্মদিন উদযাপন করতে দেখা যায় যশবর্ধনকে। কিন্তু দেখা যায়নি বাবা গোবিন্দকে। তারপর থেকেই নেটিজেনরা সামাজিক মাধ্যমে বিভিন্ন মন্তব্য শুরু করেন।
সূত্র বলছে, এই দম্পতি আলাদা বাংলো নিয়ে বসবাস করছেন।
শুভ