ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৪ মার্চ ২০২৫, ২০ ফাল্গুন ১৪৩১

সাত জনের সাথে অ্যাফেয়ার থাকার কথা জানালেন মিষ্টি জান্নাত

প্রকাশিত: ১০:৪১, ৪ মার্চ ২০২৫

সাত জনের সাথে অ্যাফেয়ার থাকার কথা জানালেন মিষ্টি জান্নাত

ছবি: সংগৃহীত

একটি ইন্টারভিউতে মিষ্টি জান্নাত জানান, তিনি বর্তমানে “সাইকো” নামের একটি ওয়েব সিরিজে কাজ করছেন যেটির বর্তমানে দৃশ্যায়নের কাজ চলছে। তিনি বলেন, এই ওয়েব সিরিজে তিনি আসলে কিলার ভূমিকায় অভিনয় করছেন। তিনি সবাইকে মেরে ফেলেন যেটা প্লট টুইস্ট এর মাধ্যমে উন্মোচিত হয়। এছাড়াও অন্যান্য চরিত্র থাকলেও ওয়েব সিরিজে নেই কোনো হিরো। মিষ্টি জান্নাত বলেন, “আমার ছবিতে কোনো হিরো নেই। আমার ওয়েব ফিল্মে আমিই হিরো আমিই হিরোইন। সাত জনের সাথে আমার অ্যাফেয়ার থাকে, সেভেন পারসন।”

মিষ্টি জান্নাত দেশে ফিরে ইন্টারভিউ এবং শ্যুটিং নিয়ে বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন বলে তিনি জানান। এই ওয়েবসিরিজে ৭ দিন শ্যুটিং করেছেন এবং আরো ৪ দিন শ্যুটিং হওয়ার কথা জানান।

এছাড়াও কুরবানি ঈদে তাঁর একটি ছবি রিলিজ হওয়ার পরিকল্পনা আছে বলে তিনি জানান। আগামী ১৫ তারিখে প্রেস মিটিং এর মাধ্যমে উক্ত ছবির মোড়ক উন্মোচন হবে বলে জানান। হিরো কোন দেশ থেকে নেওয়া হয়েছে জানতে চাইলে তিনি বলেন, “বাংলাদেশি হিরো। শুধু কলকাতা নিয়ে কাজ করতে হবে কেন? আমার মনে হয় বাংলাদেশের হিরোরা কলকাতার হিরোদের থেকে সুন্দর।”

নাটকে কাজ করা নিয়ে জানতে চাইলে মিষ্টি জান্নাত বলেন, “আমি তো নাটক করিনা। আমি ফিল্ম করি। সেটা ওয়েব ফিল্ম হোক বা ওয়েব সিরিজ হোক। এটা আসলে আগে করতাম না, যেহেতু ওয়েব এর ট্রেন্ড চলছে তাই শুরু করেছি। এটাই ফার্স্ট।”


”সাইকো” রিলিজ হওয়ার পর এটির সিকুয়েল “সাইকো ২” আসবে বলে জানিয়েছেন এই অভিনেত্রী।

রাকিবুল

×