
মনসুর হাসান
গানের সুবাদে এক সময় সখ্যতা ছিল জেমস, আইয়ুব বাচ্চু, পার্থ বড়ুয়ার সাথে। নিজেও ছিলেন জনপ্রিয় ব্যন্ড শিল্পী। গান গেয়ে অনেক মানুষের বাহবা পেয়েছেন। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস। এখন জীবিকা নির্বাহ করছেন। পাবলিক টয়লেটের ক্যাশিয়ার হিসেবে।
স্বপ্ন ছিল সংগীত শিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবেন। সেই স্বপ্ন নিয়ে চট্টগ্রামের মনসুর হাসান গান শুনিয়ে স্থানীয়দের মাঝে ভালোই সাড়া জাগিয়ে ছিলেন ৯০ দশকে। তার সেই ক্যারিয়ার ধ্বংস হয়েছে রাজনীতির কারণে। তার অভিযোগ সরকারি ভাবে নয়। ব্যন্ডের ছেলেদের মাধ্যমে রাজনীতির কারণেই তার ক্যারিয়ারের আজ এ অবস্থা।
চট্টগ্রামের জামাল খান মোড়ের পাবলিক টয়লেটে চলে তার জীবন। এখানেই কাটে তার দিন রাত। অথচ তার সমসাময়িক অনেক নাম করা ব্যন্ড তারকারা উঠে আসে চট্টগ্রাম থেকে। জেমস, আউব বাচ্চু, পার্থ বড়ুয়া ও তপন চৌধুরীর যখন জনপ্রিয়তার তুঙ্গে তখন এই মনসুর হাসানও ছিল বেশ জনপ্রিয়।
তার বিষয়ে বলতে গিয়ে এক শিক্ষার্থী বলেন, আমি প্রতিদিন এখান দিয়ে যাতায়াত করি। অথচ আমি জানতাম না যে এই পাবলিক টয়লেটের ম্যানেজার এক সময়ের জনপ্রিয় কন্ঠ শিল্পী। সাম্প্রতিক সময়ে মিডিয়াতে তার খবর প্রচার হওয়ার পর তা জানতে পারি।
মনসুর হাসানের সেই সময়ের তার জনপ্রিয় গান হচ্ছে ‘ছোট্ট একটি মেয়ে’ ও ‘বাটালী হিলের সেই বিকেল’। তিনি ছিলেন ব্লু হরনেট ব্যন্ড দলের সদস্য।
শহীদ