ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৪ মার্চ ২০২৫, ১৯ ফাল্গুন ১৪৩১

অভিনেত্রী স্বাগতার চোখে ’স্বাধীনতা’ মানে কি? 

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ০০:১৬, ৪ মার্চ ২০২৫

অভিনেত্রী স্বাগতার চোখে ’স্বাধীনতা’ মানে কি? 

অভিনেত্রী স্বাগতা

সাম্প্রতিক সময়ে অনুষ্ঠিত হয়ে গেল টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশনের পিকনিক-২০২৫। এই পিকনিকে নানা প্রসঙ্গ নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হন অভিনেত্রী স্বাগতা।

অভিনেত্রী স্বাগতাকে আপনার চোখে 'স্বাধীনতা' মানে কি? গণমাধ্যমকর্মীরা এমন প্রশ্ন করলে জবাবে তিনি বলেন, আমার কাছে স্বাধীনতা মানে হচ্ছে Freedom Of Spece,   Freedom Of Activities, Freedom Of Everything, Freedom Of Thinking also এবং সেটা বলতে পারা। এখন আমি ভাবলাম এক কিন্তু বলতে পারলাম না। তখন কিন্তু আমি পরাধীন।

তিনি বলেন, পিকনিকে আসলে একটা অন্যরকম অনুভূতি। কারণ আমরা যখন কাজ করি। তখন কিন্তু একজন প্রডিউসারের আন্ডারে কাজ করি। কিন্তু পিকনিকে  আসলে সবার সাথে দেখা হয়। সবার পরিবারের সাথে দেখা সাক্ষাৎ হয়।

স্বাগতা আরও বলেন, অভিনেত্রী ও প্রডিউসার একে অপরের পরিপূরক। কারণ প্রডিউসার না থাকলে আমরা কাজ করতে পারতাম না। আর আমরা না থাকলে প্রডিউসার কাজ করতে পারত না।

প্রসঙ্গত,  ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতায় ছড়া গান বিভাগে দ্বিতীয় হয়েছিলেন স্বাগতা। এছাড়া ‘মহাকাল’ নামে একটি ব্যান্ড দল করেন তিনি। ‘ভালোবাসি তোমাকে’, ‘মহাকাল’, ‘স্বপ্নচূড়া’সহ কয়েকটি অ্যালবাম প্রকাশ করেছেন অভিনেত্রী। এছাড়া ওয়েব সিরিজ ‘কাইজার’-এ অভিনয় করে আলোচনায় আসেন তিনি।

শহীদ

×