ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৩ মার্চ ২০২৫, ১৯ ফাল্গুন ১৪৩১

বাবা হচ্ছেন ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত নির্মাতা অমি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৩:৫২, ৩ মার্চ ২০২৫

বাবা হচ্ছেন ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত নির্মাতা অমি

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে কাজল আরেফিন অমি

দর্শকপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অমি। তার নির্মাণে রয়েছে নিজস্ব ধরন, যা তাকে আলাদা করেছে বাকি পরিচালকদের থেকে। ফলে তৈরি হয়েছে বিশাল ফ্যানবেজও। তার ব্যক্তিগত জীবন নিয়েও আগ্রহ রয়েছে তাদের। 

নির্মাতার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন- প্রথমবারের মতো বাবা হতে যাচ্ছেন ছোট পর্দার তারকা এই নির্মাতা। জানা গেছে রোজার ঈদের পরপরই তাদের ঘরে আসবে নতুন অতিথি। যার জন্য চলছে প্রস্তুতিও। সুখবরটি অমির সহকর্মী ও আত্মীয়দের মাঝে এরই মধ্যে আনন্দ ছড়িয়েছে।

এবারের ঈদে অমির ওয়েব ফিল্ম ‘হাউ সুইট’ ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পাবে। এটি এই নির্মাতার একটি ড্রিম প্রোজেক্ট। কারণ অমি এটি তার ক্যারিয়ারের সবচেয়ে বেশি সময় ও বাজেট দিয়ে বানিয়েছেন। এতে অভিনয় করছেন জিয়াউল হক অপূর্ব ও তাসনিয়া ফারিণ। এ ছাড়া একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সাঈদুর রহমান পাভেল।

এটি একটি রোমান্টিক কমেডি সিনেমা। এই কাজের মধ্য দিয়ে পাঁচ বছর পর আবারও একসঙ্গে কাজ করে যাচ্ছেন অপূর্ব-অমি। ‘হাউ সুইট’-এর শুটিং হয়েছে ঢাকায় ও বরিশালে।

শহীদ

×