ঢাকা, বাংলাদেশ   রোববার ০২ মার্চ ২০২৫, ১৭ ফাল্গুন ১৪৩১

হাসির নাটক ‘ভেজাল কাদের’

সংস্কৃতি ডেস্ক

প্রকাশিত: ২০:৫০, ১ মার্চ ২০২৫

হাসির নাটক ‘ভেজাল কাদের’

নাট্য নির্মাতা নাজনীন হাসান খানের পরিচালনায় নির্মিত হয়েছে নতুন ধারাবাহিক নাটক ‘ভেজাল কাদের’। রাজীব মণি দাসের রচনায় নাটকটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন আ খ ম হাসান। বিশেষ একটি চরিত্রে রয়েছেন মৌসুমী হামিদ। নাটকটি প্রসঙ্গে পরিচালক নাজনীন হাসান খান বলেন, হাসির উপজীব্য করে মানুষের জীবন দর্শন নাটকের মাধ্যমে প্রকাশ করা সত্যিই ভালো লাগার বিষয়। ‘ভেজাল কাদের’ চরিত্রের মাধ্যমে আমরা যেন সমাজ জীবনে পরিবর্তনের একটা আবহ তৈরি করতে বদ্ধপরিকর। এই চরিত্রটি কথা বলে পরিবর্তনের, অবদান রাখে সমাজ গঠনের।
নাট্যকার রাজীব মণি দাস বলেন, আমাদের সমাজে কেউ কিছু করতে গেলে প্রথমেই মানুষ তিরস্কার করা শুরু করে। এতে ওই ব্যক্তি বাধাগ্রস্ত হয় এবং ক্ষেত্র বিশেষে তার গতিপথ থেকে সরে আসে। ভেজাল কাদের তার ব্যতিক্রম। সে অনড়, দৃঢ়প্রতিজ্ঞ। আর তাই পরামর্শ দিয়ে এক সময় সে সফলতা লাভ করে।  
ধারাবাহিক এ নাটকটি শীঘ্রই প্রচারে আসবে। এর বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন তারেক স্বপন, রকি খান, রেবেকা রউফ, কাজী রাজু, আশরাফুল আশীষ, ফরিদ হোসাইন, ফাহমিদা রহমান তৃষা, এবি রশিদ প্রমুখ।
অন্যদিকে কাদেরের পরামর্শে শুরুতে গ্রামের মানুষ হতাশ হলেও ধীরে ধীরে কাজ করতে শুরু করেছে। এমনকি আনু পাগলা ধীরে ধীরে সুস্থ হতে থাকে।সবাই ছুঁটে যায় কাদেরের কাছে, সবাই তাকে নিয়ে গর্ব করে। এভাবে রসাত্মক ঘটনার মধ্য দিয়ে এগিয়ে যায় গল্পের কাহিনী।

×