ঢাকা, বাংলাদেশ   শনিবার ০১ মার্চ ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩১

‘সে প্রাক্তন নয়, শত্রু’, প্রথম প্রেমিক নিয়ে প্রভা

প্রকাশিত: ০১:৪৩, ১ মার্চ ২০২৫

‘সে প্রাক্তন নয়, শত্রু’, প্রথম প্রেমিক নিয়ে প্রভা

ছবি: সংগৃহীত

দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে কাটানোর পর দেশে ফিরেছেন মডেল ও অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। সেখানে তিনি রূপসজ্জাবিষয়ক প্রশিক্ষণ নেন। যদিও নতুন কোনো কাজে এখনো নাম লেখাননি, তবে বিনোদন অঙ্গনের বিভিন্ন আয়োজনে তাঁকে সরব উপস্থিতি রাখতে দেখা যাচ্ছে। পাশাপাশি, সংবাদমাধ্যমের সঙ্গেও নিয়মিত কথা বলছেন তিনি।

এক সাক্ষাৎকারে প্রভা তাঁর ব্যক্তিগত জীবন ও প্রেম নিয়ে খোলাখুলি কথা বলেছেন। জীবনের প্রথম প্রেম প্রসঙ্গে বলতে গিয়ে তিনি জানান, সেই সম্পর্কের স্মৃতি মোটেও সুখকর নয়। প্রভার ভাষায়, ‘আমি তাকে প্রাক্তন মনে করি না, বরং শত্রু মনে করি। কারণ, প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না! যে মানুষ আমার জন্য অস্বস্তির কারণ, তাকে আমি প্রাক্তন বলতে পারি না।’ তবে পরবর্তী যেসব সম্পর্কে তিনি জড়িয়েছেন, সেগুলো নিয়ে ইতিবাচক অভিজ্ঞতা রয়েছে বলে জানান।

প্রভা বলেন, প্রেম তাঁর জীবনে একাধিকবার এসেছে, কিন্তু দীর্ঘমেয়াদি সম্পর্কে রূপ নেওয়া হয়নি। তিনি মনে করেন, সম্পর্ক টিকিয়ে রাখতে পারাটা দুজনের বোঝাপড়ার ওপর নির্ভর করে।

অভিনয়ে ফেরার প্রসঙ্গে প্রভা জানান, তিনি উপযুক্ত গল্পের অপেক্ষায় আছেন। যখনই মনোমতো চরিত্র পাবেন, তখনই কাজে ফিরবেন। দুই দশকের ক্যারিয়ারে তিনি যেমন জনপ্রিয় বিজ্ঞাপনচিত্র ও নাটকে অভিনয় করেছেন, তেমনি ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনাতেও ছিলেন। বিশেষ করে সহশিল্পী মনোজ প্রামাণিকের সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জন ছিল ব্যাপকভাবে প্রচলিত। তবে প্রভা স্পষ্ট করে বলেন, ‘মনোজের সঙ্গে আমার কখনোই প্রেমের সম্পর্ক ছিল না। কিন্তু মিডিয়ায় প্রচার হয়েছিল যে আমরা প্রেম করছি। এ গুজবের কারণে আমাদের স্বাভাবিক সম্পর্কও নষ্ট হয়ে যায়।’

প্রভা আরও বলেন, ‘“প্রাক্তন” শব্দটা আমার খুব প্রিয়। কারণ, সম্পর্কের সমাপ্তি মানেই শুধু খারাপ স্মৃতি নয়, বরং সুন্দর মুহূর্তও থাকে। কেউ যদি আমার জন্য রাত জেগে অপেক্ষা করে, আমার যত্ন নেয়—সেসবও তো স্মরণীয়।’

বর্তমানে অভিনয়ে ফিরতে তিনি মুখিয়ে আছেন, তবে সেটা হবে তখনই, যখন তিনি নিজের পছন্দের গল্প ও চরিত্র খুঁজে পাবেন।

আসিফ

×