ঢাকা, বাংলাদেশ   শনিবার ০১ মার্চ ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩১

কিয়ারা আদভানিকে অভিনন্দন জানালেন অপু বিশ্বাস

সংস্কৃতি ডেস্ক

প্রকাশিত: ২০:৪৫, ২৮ ফেব্রুয়ারি ২০২৫

কিয়ারা আদভানিকে অভিনন্দন জানালেন অপু বিশ্বাস

বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি ‘ফুগলি’ চলচ্চিত্রের মাধ্যমে অভিনয়ে যাত্রা শুরু করেন। এরপর নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকের মনে জায়গা করে নেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব রয়েছেন তিনি। সম্প্রতি এক পোস্ট দিয়ে এ অভিনেত্রী জানিয়েছেন তিনি মা হতে চলেছেন।
শেয়ার করা ছবিতে দেখা যায়, কিয়ারা ও সিদ্ধার্থের হাতে একজোড়া সাদা মোজা রয়েছে। ছবি শেয়ার করে ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, খুব দ্রুতই আসছে আমাদের জীবনের সবচেয়ে বড় উপহার।
এদিকে এ তারকা জুটিকে অভিনন্দন জানিয়েছেন নায়িকা অপু বিশ্বাস। কিয়ারার শেয়ার করা ছবিতে কমেন্ট বক্সে অপু লিখেছেন, স্বাগতম। সঙ্গে জুড়ে দিয়েছেন তিনটি লাভ ইমোজি।
প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি বিয়ে করেন কিয়ারা ও সিদ্ধার্থ। জাকজমকপূর্ণ বিয়ে হয়েছিল তাদের। রাজস্থানের জয়সালমিরের প্রাসাদে বসেছিল তাদের বিয়ের আসর। হাজির ছিলেন বলিউডের নামজাদা তারকারাও।

×