ঢাকা, বাংলাদেশ   শনিবার ০১ মার্চ ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩১

এবার অনিন্দিতার মা হবার পালা

সংস্কৃতি ডেস্ক

প্রকাশিত: ২০:১৬, ২৮ ফেব্রুয়ারি ২০২৫

এবার অনিন্দিতার মা হবার পালা

বলিউডের হার্টথ্রব অভিনেত্রী কিয়ারা আডবানি মা হবার খবরের রেশ কাটতে না কাটতেই খবর এলো, এবার মা হতে চলেছেন টালিউডের অভিনেত্রী অনিন্দিতা। আর কিছু দিনের অপেক্ষা মাত্র। তার পরেই বাড়িতে আসবে নতুন অতিথি।

আপাতত ভাবী সন্তানের আসার দিন গুনছেন অনিন্দিতা-সুদীপ। নতুন প্রাণ জন্ম দেওয়ার আগে কাছের মানুষদের সঙ্গে নিজের জন্মদিন পালন করলেন অনিন্দিতা। জন্মদিনে কেক কাটলেন, বন্ধুদের সঙ্গে জমিয়ে আড্ডা দিলেন হবু মা। সমাজমাধ্যমে জন্মদিন পালনের সেই ছবি ভাগ করে নিয়েছেন তারকা দম্পতি। দু’দিন পরে তাঁর সন্তানের মা হবেন অনিন্দিতা। স্ত্রীর জন্মদিনে তাই অনিন্দিতাকে নিয়ে আবেগে ভাসলেন সুদীপ। অনিন্দিতার কেক কাটার ছবি পোস্ট করে সুদীপ লিখলেন মনের কথা। সুদীপ তাঁর জীবনটা গুছিয়ে দেওয়ার জন্য অনিনন্দিতাকে ধন্যবাদ জানিয়েছেন। সুদীপ অনিন্দিতার কেক কাটার ছবি পোস্ট করে লিখেছেন, আজকে আমার জীবনের ক্যাপ্টেন মার্ভেল এর জন্মদিন। যিনি নানারকম মিরাকল করে আমার জীবনটাকে এক্কেবারে বদলে দিয়েছেন।

আমার, মা, বাবার  অগোছালো এই সংসারটাকে যিনি প্রকৃত অর্থে বাড়ি বানিয়েছেন তার  জন্মদিনে তাকে অনেক আদর। আর ভগবানের  কাছে শুধু শুধুমাত্র তার সুস্থতা কামনা খুব ভালো থাক আর সবাইকে এভাবেই বেঁধে রাখ। অনেক অনেক আদর। (সমাজমাধ্যম থেকে নেওয়া সুদীপের লেখাটি অপরিবর্তিত রাখা হলো)।

সুদীপের পোস্ট দেখে আবেগাপ্লুত অনিন্দিতাও। সুদীপের পোস্টটি শেয়ার করে অনিন্দিতা লেখেন, সব যেন এ ভাবেই বেঁধে বেঁধে থাকে। আমি তো ভালোবাসি। নতুন অতিথি আসার খবর বছরের শুরুতেই ভাগ করে নিয়েছিলেন সুদীপ-অনিন্দিতা। মার্চেই যে সন্তান আসছে, সেটাও জানিয়েছিলেন তিনি। বছর দু’য়েক আগে ২০২২ সালের ২৬ জানুয়ারি সাতপাকে বাঁধা পড়েন তাঁরা। কাছের বন্ধু ও পরিবার-পরিজনের উপস্থিতিতে চার হাত এক হয়েছিল তাঁদের। আইনি সই-সাবুদের মাধ্যমেই নতুন জীবন শুরু করেন তাঁরা। নতুন বছরের শুরুর দিনে তাঁদের দেওয়া সুখবরে শুভেচ্ছা জানিয়েছেন টলিউডের তাবত সেলিব্রিটিরাও।

গৌতম /রাজু

×