ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩১

হঠাৎ টং-এ বসে চা খাচ্ছেন কেন পূর্ণিমা?

প্রকাশিত: ১৬:০৭, ২৮ ফেব্রুয়ারি ২০২৫

হঠাৎ টং-এ বসে চা খাচ্ছেন কেন পূর্ণিমা?

ছবি: সংগৃহীত

কারো কাছে তিনি শৈশবের প্রিয় নায়িকা, কারো কাছে এভারগ্রীন, আবার জেনজির কাছে ক্রাশ। অনেকে হরহামেশাই বলেন যে বয়স যেন তার দিনদিন কমছেই।

বলছিলাম চিত্রনায়িকা পূর্ণিমার কথা। ৪৩ বছর বয়সী জনপ্রিয় এই নায়িকা এখনও নিজের বয়সকে ধরে রেখেছেন সেই কুড়ি বছর আগের মতোই।

গতকাল (২৭ ফেব্রুয়ারি) নিজের ফেসবুকের দেয়ালে নিজের বেশকিছু ছবি পোস্ট করেছেন যেখানে তিনি লিখেছেন, "টং এর দোকানের চা ☕"। ছবির পেছনের ব্যাকগ্রাউন্ড দেখেও বোঝা যায় যে তিনি টং-এ বসেই চা খাচ্ছেন।

আবীর

×