ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩১

মা হচ্ছেন কিয়ারা!

প্রকাশিত: ১৫:১৯, ২৮ ফেব্রুয়ারি ২০২৫

মা হচ্ছেন কিয়ারা!

ছবি সংগৃহীত

এ বছরের শুরু থেকেই বলিউডের হার্টথ্রব অভিনেত্রী কিয়ারা আডবানি নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছিল। গত মাসে কিয়ারা হাসপাতালে ভর্তি হয়ে কিছুটা অসুস্থ হয়ে পড়েন, তার পরেই শুরু হয় একের পর এক জল্পনা।

অনেকেই মনে করেছিলেন, অতিরিক্ত পরিশ্রমের কারণে হয়তো কিছুটা ক্লান্তি অনুভব করছেন কিয়ারা। তবে তার পিআর টিম সাফ জানিয়ে দেয়, অভিনেত্রী শুধু বিশ্রাম নিচ্ছেন, চিকিৎসকরা তাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন। কিন্তু সময়ই প্রমাণ করলো, সেই গুঞ্জন ছিল সত্যি! কিয়ারা আডবানি প্রথমবার মা হতে চলেছেন, এবং এ সুখবরটি এবার সবাইকে জানিয়েছে তার পিআর টিম।

প্রেমের দীর্ঘ যাত্রার পর, কিয়ারা আডবানি বিয়ে করেছিলেন অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রাকে। ২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি রাজস্থানের জয়সালমীরে তাদের বিয়ে সম্পন্ন হয়। ‘শেরশাহ’ সিনেমার শুটিং সেট থেকেই প্রেম শুরু হয় তাদের। এরপর কিয়ারা ও সিদ্ধার্থের প্রেম-বিয়ে নিয়ে তুমুল আলোচনা চলেছিল। দুই বছর পর, এই জুটি এখন অপেক্ষা করছে এক নতুন জীবনের শুরু।

আশিক

×