ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩১

আমি খুব মিনিমাল সাজি: দিঘী

প্রকাশিত: ১৩:৩৬, ২৮ ফেব্রুয়ারি ২০২৫

আমি খুব মিনিমাল সাজি: দিঘী

ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী প্রার্থনা ফারদিন দিঘী জানিয়েছেন, তিনি অতিরিক্ত সাজসজ্জা পছন্দ করেন না। তবে একেবারেই না সাজার পক্ষেও নন। 

তিনি বলেন, আমি খুব মিনিমাল সাজি, একটু সিম্পলি থাকার চেষ্টা করি। আসলে প্রোগ্রাম বুঝে কিংবা জায়গা বুঝে গেটআপ নেওয়া হয়। 

নতুন সিনেমা নিয়ে জানতে চাইলে দিঘী বলেন, খুব শীঘ্রই সবাই জানতে পারবে সামনে কী আসছে। আল্লাহর রহমতে, অনেকগুলো সিনেমার ব্যাপারে কথা হচ্ছে, অনেক স্ক্রিপ্ট পড়ছি। যেহেতু ঈদে একটা সিনেমা আসছে, তাই এখন অন্যগুলোর কথা বলতে চাই না। ওটার সাবজেক্ট পুরোপুরি শেষ হলে, ঈদ যাওয়ার পর নতুন কাজের কথা জানাবো।


নিজের পরিচিতির চেয়ে বাবা-মায়ের পরিচিতি বহন করতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন দিঘী। তিনি বলেন, মানুষ আমাকে ‘দিঘি’ নামে চেনে, এটা অবশ্যই ঠিক। কিন্তু আমার বাবা-মার পরিচিতি আমি ক্যারি করতে খুব পছন্দ করি। যখন মানুষ আমাকে বলে, আমি নায়িকা দোয়েল এবং নায়ক সুব্রতর মেয়ে, তখন আমি অনেক বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি, গর্ববোধ করি।

শিলা ইসলাম

×