ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩১

পিছনে যারা কথা বলে, তারা পিছনেই আছে: বারিশ হক

প্রকাশিত: ০১:২৬, ২৮ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ০১:২৭, ২৮ ফেব্রুয়ারি ২০২৫

পিছনে যারা কথা বলে, তারা পিছনেই আছে: বারিশ হক

বারিশ হক

ব্র্যান্ড প্রমোশনের দুনিয়ায় নিজের শক্ত অবস্থান গড়ে তুলেছেন বারিশ হক। এক সময় ধারণা করা হতো, ব্র্যান্ড প্রমোটার হিসেবে যারা কাজ করেন, তারা হয়তো অন্য কোনো পেশায় সুযোগ না পাওয়ায় এখানে এসেছেন। কিন্তু সময়ের সঙ্গে বদলেছে চিত্র। এখন শিক্ষিত তরুণীরা আত্মবিশ্বাসের সঙ্গে এই পেশায় আসছেন এবং সাফল্য অর্জন করছেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বারিশ হক বলেন, "আমি কখনোই মনে করি না যে আমি শীর্ষে পৌঁছে গেছি। আমার মনে হয়, এখনো অনেক কিছু দেওয়ার বাকি আছে। আমি স্বপ্ন দেখি, আমাদের ব্র্যান্ড প্রমোশনের মাধ্যমে আমরা সারা বিশ্বে নাম করব।"

তিনি জানান, ব্র্যান্ড প্রমোশনের ক্ষেত্রে প্রযুক্তিগত উন্নয়ন এসেছে। আগে শুধুমাত্র মোবাইল দিয়ে লাইভ প্রেজেন্টেশন করা হতো, এখন ব্যবহার করা হচ্ছে উন্নতমানের ক্যামেরা, টিম ও সেলিব্রিটি এনডোর্সমেন্ট। ফলে এই সেক্টরের পরিধি আরও প্রসারিত হচ্ছে।

একই পোশাক দুইবার পরা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানান সমালোচনা প্রসঙ্গে বারিশ বলেন, "মানুষ যাই করুক, কেউ না কেউ সমালোচনা করবেই। এক জামা দুইবার পড়লেও কথা শোনে, না পড়লেও শোনে। আসলে পোশাকের মূল্য নয়, গুরুত্বপূর্ণ হলো—কেউ সেটাকে কত ভালোভাবে প্রেজেন্ট করতে পারছে।"

ব্যক্তিগত জীবনের প্রসঙ্গে বারিশ জানান, মিডিয়াতেই তিনি বেড়ে উঠেছেন, আর এই জগতের মানুষদের সঙ্গেই তার বেশি আত্মীয়তা। তবে পারিবারিক জীবন ও কাজের মধ্যে ভারসাম্য রাখার চেষ্টা করেন।

তার সাফল্যের পেছনের গল্প প্রসঙ্গে বারিশ বলেন, "একসময় ভ্যান থেকে ১০০-২০০ টাকায় জামা কিনে পরতাম, কারণ নিজের পোশাক কিনতে হতো। এখন ব্র্যান্ডগুলো আমাদের স্পন্সর করে। সময়ের সঙ্গে এই পরিবর্তন এসেছে, যা আমাদের কাজের স্বীকৃতিরই অংশ।"

তিনি নতুনদের উদ্দেশ্যে বলেন, "নতুন যারা আসছেন, তারা আরও ভালো করছে। তাদের উচ্চারণ, ভাষা ও প্রেজেন্টেশন দুর্দান্ত। এখন এই পেশাকে মানুষ সম্মান করে, যা সত্যিই আনন্দের।"

পিছনে যারা কথা বলে, তারা পিছনেই রয়ে যায়, এই বক্তব্য দিয়ে বারিশ হক জানান, সমালোচকদের কথায় পাত্তা না দিয়ে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়া উচিত।

সূত্র ঃ https://www.facebook.com/100058132507994/posts/1048423440438730/?rdid=5pk8KNllP159r9Wr#

রাজু

×