ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩১

ও সাথীতে তানিন সুবহা

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫৬, ২৭ ফেব্রুয়ারি ২০২৫

ও সাথীতে তানিন সুবহা

সম্প্রতি প্রকাশ পেয়েছে ‘ও সাথী’ শিরোনামের নতুন একটি গান। এই গানের মিউজিক ভিডিওতেই মডেল হিসেবে অভিনয় করেছেন চিত্রনায়িকা তানিন সুবহা। নয়ন ও সুস্মিতার গাওয়া ‘ও সাথী’ গানটি লিখেছেন বাবুল রেজা। সুর করেছেন ওয়াহিদুল ইসলাম। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন জাকির হোসেন। তানিন সুবহা বলেন, অনেকদিন পর কোনো মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করেছি। গানটির কথা ও সুর আমার কাছে ভালো লেগেছে। গানটির ভিডিওচিত্র আশা করছি দর্শক-শ্রোতার ভালো লাগবে। তানিন সুবহা একাধারে একজন অভিনেত্রী, মডেল ও বিউটিসিয়ান। এদিকে এরইমধ্যে তানিন সুবহা অভিনীত নতুন সিনেমা ‘দেনা পাওনা’র শূটিং শুরু হওয়ার কথা ছিল। কিন্তু আপাতত সিনেমাটির শূটিং শুরু হচ্ছে না। ‘দেনা পাওনা’ নির্মাণ করবেন সাদেক সিদ্দিকী। সরকারি অনুদানে নির্মীয়মাণ এই সিনেমায় তানিন সুবহা অভিনয় করবেন মেজ বউ চরিত্রে। তানিন জানালেন ছোটবেলায় গান করতেন তিনি। তানিন সুবহার মা মিসেস তাসলিমাও গান করতেন। মায়ের কাছেই তানিন সুবহার গানে হাতেখড়ি। গৌরনদী একাডেমিতে গান শিখেছেন তানিন। পরবর্তীতে ওস্তাদ অনুপ বড়ুয়ার কাছেও তিনি গানে তালিম নিয়েছেন।
আজ থেকে এক দশকেরও বেশি সময় আগে মিডিয়াতে তার কাজ করা শুরু। প্রথম বিজ্ঞাপনে, তারপর একে একে নাটকে, সিনেমায় ও মিউজিক ভিডিওতে মডেলিং শুরু করেন। তানিন সুবাহ বিভিন্ন সময়ে অভিনয়ের স্বীকৃতিস্বরূপ ‘বাবিসাস অ্যাওয়ার্ড ২০১৬’, ‘মিডিয়া ডিজিট স্টার অ্যাওয়ার্ড ২০২২’, ‘এজেএফবি অ্যাওয়ার্ড’, ‘৯ মিজাফ ক্রিয়েটিভ অ্যাওয়ার্ড’, ‘এস আর মিউজিক স্টার অ্যাওয়ার্ড ২০২২’, ‘জেপি টিভি স্টার অ্যাওয়ার্ড’সহ বেশকিছু সংগঠন থেকে নানা সময়ে সিনেমাতে ও নাটকে অভিনয়ের জন্য সম্মাননায় ভূষিত হয়েছেন।

×