ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩১

নবাব বংশের সন্তান থেকে চলচ্চিত্র জগতে নাঈম

প্রকাশিত: ২০:৩৪, ২৭ ফেব্রুয়ারি ২০২৫

নবাব বংশের সন্তান থেকে চলচ্চিত্র জগতে নাঈম

ছবি: সংগৃহীত

বলিউডে নবাব পরিবারের সন্তান নায়ক সাইফ আলী খান, তেমনি আমাদের দেশের ৯০ দশকের জনপ্রিয় নায়ক নাইমও নবাব পরিবারের।

ঢাকায় বেড়ে ওঠা এই নবাব বংশধর কীভাবে চলচ্চিত্রের নায়ক হয়ে উঠলেন? চলুন জেনে নিই।  

তুমি এসেছিলে পরশু কাল, কেন আসোনি- গানটিতে ঠোঁট মিলিয়ে চিত্রজগতে সাড়া ফেলেছিলেন চিত্রনায়ক নাইম। এখন আর সিনেমায় নিয়মিত নন, তবু তার প্রতি দর্শকদের সেই ভালো লাগা আজও একই আছে।  

নবাব বংশের সন্তান নাইমের পুরো নাম খাজা নাইম মুরাদ। মায়ের সূত্রে, তিনি টাঙ্গাইলের করটিয়া জমিদার বাড়ির সন্তান। নায়ক নাইমের বাবা খাজা মুরাদ হচ্ছেন ঢাকার নবাব পরিবারের খাজা সরিমুল্লাহর নাতি।

নাইমের মায়ের পরিবারও নবাব বংশের। তার মা টাঙ্গাইলের করটিয়া জমিদার বাড়ির কন্যা ছিলেন।  
 

শিলা ইসলাম

×