ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩১

ভাইয়ের বিয়েতে লাল শাড়িতে কারিনা কাপুরের রাজকীয় উপস্থিতি

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ১০:০৯, ২৭ ফেব্রুয়ারি ২০২৫

ভাইয়ের বিয়েতে লাল শাড়িতে কারিনা কাপুরের রাজকীয় উপস্থিতি

বলিউড অভিনেত্রী কারিনা কাপুর আবারও প্রমাণ করলেন কেন তিনি ফ্যাশন আইকন। নিজের ভাই আদার জৈন ও আলেখা আদবানির বিয়েতে তিনি নজর কাড়লেন লাল ও সোনালী কারুকাজ করা একটি অনন্য শাড়িতে, যা ডিজাইনার ঋতু কুমারের কালেকশন থেকে নেওয়া। এই শাড়ির মূল্য ১.৫ লাখ রুপি।

গ্ল্যামারে মোহিত করলেন কারিনা
মুম্বাইয়ে অনুষ্ঠিত এই বিয়েতে কারিনা কাপুরের উপস্থিতি যেন সময়কে এক মুহূর্তের জন্য থামিয়ে দিয়েছিল। পাপারাজ্জিদের ক্যামেরা ক্লিক করতে করতে ক্লান্ত হয়ে পড়লেও, কারিনা ছিলেন পুরোপুরি আত্মবিশ্বাসী ও মোহনীয়।

 

ঋতু কুমারের এই লাল শাড়িটি ছিল সোনালী জরির সূক্ষ্ম নকশায় ভরা, যা তাঁকে আরও দৃষ্টিনন্দন করে তুলেছিল। নিখুঁতভাবে ড্রেপ করা শাড়িটি তার শরীরের আকৃতি ফুটিয়ে তুলেছিল এবং কাঁধ থেকে এলিয়ে পড়া আঁচল পুরো লুকের সৌন্দর্য বাড়িয়ে তুলেছিল। এর সঙ্গে তিনি পরেছিলেন ম্যাচিং স্লিভলেস ব্লাউজ, যাতে ছিল গলার অংশে সোনালী নট ও বর্ডারের কারুকাজ।

গহনা ও সাজে রাজকীয় ভাব
কারিনা কাপুর তার লুক সম্পূর্ণ করেন এমেরাল্ড ও মিনাকারি নেকলেস দিয়ে, যা তাকে রাণীর মতো অভিজাত লুক দিয়েছিল। সঙ্গে ছিল তার বিয়ের সলিটেয়ার রিং ও মানানসই লাল-সোনালী পটলি ব্যাগ।

তার চুল ছিল মাঝখান থেকে বিভক্ত করে খোলা স্টাইলে সেট করা, যা ছিল একেবারে সফিস্টিকেটেড ও স্টাইলিশ। সেলিব্রিটি মেকআপ আর্টিস্ট সাভলিন মাঞ্চন্দা কারিনার মেকআপে যোগ করেছিলেন গ্ল্যামারাস টাচ—ঝলমলে আইশ্যাডো, কাজল ও মাসকারায় মোড়া চোখ, উজ্জ্বল লাল ব্লাশ, চ্যাম্পেইন গোল্ড হাইলাইটার, ন্যুড লিপস্টিক, কপালে লাল টিপ ও নিখুঁত সিঁদুর।

 

 

জাফরান

×