ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৪ ফাল্গুন ১৪৩১

আফরান নিশোর ‘দাগি’ সিনেমার শুটিং শেষ, আসছে রোজার ঈদে

প্রকাশিত: ০০:১৩, ২৭ ফেব্রুয়ারি ২০২৫

আফরান নিশোর ‘দাগি’ সিনেমার শুটিং শেষ, আসছে রোজার ঈদে

অভিনেতা আফরান নিশো

প্রায় দুই বছর আগে রায়হান রাফীর পরিচালনায় মুক্তি পাওয়া ‘সুড়ঙ্গ’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয়েছিল জনপ্রিয় অভিনেতা আফরান নিশোর। সেই সিনেমা বক্স অফিসে হিট হওয়ায় দর্শকদের মধ্যে তার নতুন সিনেমার অপেক্ষা দীর্ঘ হয়েছিল। অবশেষে সেই প্রতীক্ষার অবসান ঘটিয়ে আসছে শিহাব শাহীনের নতুন সিনেমা ‘দাগি’।

দেশের বিভিন্ন লোকেশনে ৩০ দিনব্যাপী শুটিং শেষ হয়েছে ‘দাগি’ সিনেমার। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাতে পরিচালক শিহাব শাহীন ১২ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করেন সামাজিক যোগাযোগমাধ্যমে। ক্যাপশনে লিখেন, ‘ইটস র‍্যাপ আপ’, সঙ্গে হ্যাশট্যাগ যোগ করেন ‘দাগি’।

ভিডিওতে দেখা যায়, শুটিং শেষ হওয়ার আনন্দে পরিচালক ও কলাকুশলীরা একসঙ্গে উচ্ছ্বাস প্রকাশ করেন। সবাই হাত উঁচিয়ে ‘ভি’ চিহ্ন দেখিয়ে একসঙ্গে বলেন, ‘র‍্যাপ আপ’। মজার ছলে নিশোও বলেন, ‘সকল মুখের ঝগড়ার সমাপ্তি। এখন থেকে হাতাহাতি হবে!’

গত বছরের ডিসেম্বরে সৈয়দপুরে শুরু হওয়া এই সিনেমায় নিশোর পাশাপাশি অভিনয় করেছেন তমা মির্জা, সুনেরাহ বিনতে কামাল, মনোজ প্রামাণিক, শহিদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু প্রমুখ।

‘দাগি’ সিনেমাটি মুক্তি পাবে আসন্ন রোজার ঈদে।

 

রাজু

×