ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৪ ফাল্গুন ১৪৩১

আসিফ আকবর

মনে নিলে শান্তি, মেনে নিলে অশান্তি

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ২০:৫৮, ২৬ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ২০:৫৮, ২৬ ফেব্রুয়ারি ২০২৫

মনে নিলে শান্তি, মেনে নিলে অশান্তি

বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর দীর্ঘদিন ধরে দেশের কনসার্টে অংশ নিতে না পারার আক্ষেপ প্রকাশ করেছেন। তিনি জানান, প্রায় ১৬ বছর ধরে তিনি বাংলাদেশে ওপেন এয়ার কনসার্ট করতে পারেননি বিভিন্ন কারণে। তবে সাম্প্রতিক সময়ে তিনি নতুন করে কনসার্টের অফার পাচ্ছেন এবং নিজেকে সেগুলোর জন্য প্রস্তুত করছেন।

আসিফ আকবর বলেন, "মনে নিলে শান্তি, মেনে নিলে অশান্তি"। তিনি বলেন তিনি সবসময় পজেটিভ ছিলেন এবং সবকিছু তিনি নিজ হাতে সামলেছেন বিগত সময় গুলোতে, বিদেশে কনসার্ট করার বিষয়ে তিনি বলেন আমরা জাতিগতভাবে এক না বিদেশে কনসার্টে বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা দেখা যায়।  

তিনি তার সংগীত জীবনের নতুন অধ্যায়ে প্রবেশ করতে চান। তিনি আরও জানান, নিজের  ফিটনেস ফিরে পেতে নিয়মিত অনুশীলন করছেন এবং এ বছর রেকর্ডিং ও কনসার্টের জন্য নিজেকে পুরোপুরি প্রস্তুত করতে চান।

জাফরান

×