ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৪ ফাল্গুন ১৪৩১

শাহরুখের হাত ধরে আসছে পাঠান ২ , শুটিং কবে শুরু?

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ২০:৪৯, ২৬ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ২০:৫১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫

শাহরুখের হাত ধরে আসছে পাঠান ২ , শুটিং কবে শুরু?

বলিউড সুপারস্টার শাহরুখ খান শিগগিরই ‘পাঠান ২’-এর শুটিং শুরু করতে চলেছেন। বর্তমানে তিনি ‘কিং’ সিনেমার কাজে ব্যস্ত, যেখানে তার মেয়ে সুহানা খানের বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে। ‘কিং’ শেষ করেই তিনি ‘পাঠান ২’-এর শুটিংয়ে যোগ দেবেন বলে জানা গেছে।

প্রযোজক আদিত্য চোপড়া প্রায় দুই বছর ধরে ‘পাঠান ২’-এর চিত্রনাট্য নিয়ে কাজ করেছেন, যা এখন চূড়ান্ত। এই সিনেমা শুধু পাঠানের গল্প এগিয়ে নেবে না, বরং ওয়াইআরএফের স্পাই ইউনিভার্সের ভবিষ্যৎ দ্বন্দ্বের ভিত্তিও গড়ে তুলবে।

শাহরুখ খান চিত্রনাট্য পড়ে বেশ মুগ্ধ হয়েছেন। তবে এখনো পরিচালক চূড়ান্ত হয়নি। সূত্র জানিয়েছে, ‘ওয়ার ২’-এর পরিচালক আয়ান মুখার্জি বা নতুন কোনো নির্মাতা এই সিনেমা পরিচালনার দায়িত্ব পেতে পারেন। এমনকি আদিত্য চোপড়া নিজেও পরিচালনায় ফিরতে পারেন বলে গুঞ্জন রয়েছে।

উল্লেখ্য, ২০২৩ সালে মুক্তি পাওয়া ‘পাঠান’ বক্স অফিসে ইতিহাস গড়েছিল। এটি বলিউডের চতুর্থ সর্বোচ্চ আয়কারী সিনেমা এবং ওয়াইআরএফ স্পাই ইউনিভার্সের সবচেয়ে সফল ছবি। ‘পাঠান ২’-এর মাধ্যমে আরও বড় চমক আসবে বলে আশা করা হচ্ছে।

জাফরান

×