ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৪ ফাল্গুন ১৪৩১

জায়েদ খান নিয়ে এত প্রশ্ন কেন? শাকিব খান কেন নয়?: তানহা তাসনিয়া

প্রকাশিত: ১৫:৩০, ২৬ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১৫:৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫

জায়েদ খান নিয়ে এত প্রশ্ন কেন? শাকিব খান কেন নয়?: তানহা তাসনিয়া

ছবি: সংগৃহীত

"জায়েদ খান নিয়ে এত প্রশ্ন কেন? শাকিব খান কেন নয়?" - তানহা তাসনিয়া

অভিনেত্রী তানহা তাসনিয়া এক অনুষ্ঠানে সাংবাদিকরা জায়েদ খান নিয়ে প্রশ্ন করলে বলেন, “জায়েদ আমার ভালো বন্ধু। জায়েদ খান নিয়ে এত প্রশ্ন কেন? শাকিব খান কেন নয়?”

তিনি আরও বলেন, “শাকিব খানের সিনেমা দেখেছি এবং দেখব। শাকিব খান দিনদিন হ্যান্ডসাম হয়ে যাচ্ছেন। আমার মনে হয়, হলিউড-বলিউডের ক্রাশ খোঁজার দরকার নেই বাংলাদেশি মেয়েদের। শাকিব খানই যথেষ্ট। উনি আসলে একজন ভালোবাসা।”

সূত্র: https://www.facebook.com/share/r/15pnNBKhNp/

মায়মুনা

×