ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৪ ফাল্গুন ১৪৩১

শাহরুখ না অজয়? বিয়ের প্রশ্নে কাজলের মজাদার উত্তর ভাইরাল!

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ১৩:৪৩, ২৬ ফেব্রুয়ারি ২০২৫

শাহরুখ না অজয়? বিয়ের প্রশ্নে কাজলের মজাদার উত্তর ভাইরাল!

ছবিঃ সংগৃহীত

বলিউড অভিনেত্রী কাজল সম্প্রতি এক সাক্ষাৎকারে মজাদার উত্তর দিয়ে ভাইরাল হয়েছেন। তাকে প্রশ্ন করা হয়, অজয় দেবগনের সঙ্গে দেখা না হলে তিনি কি শাহরুখ খানকে বিয়ে করতেন? কাজল হাসতে হাসতে বলেন, "তার কি প্রেমের প্রস্তাব দেওয়ার কথা ছিল না?"

এক ভক্ত জানতে চান, অজয় ও শাহরুখের মধ্যে পছন্দের সহ-অভিনেতা কে? জবাবে কাজল বলেন, "পরিস্থিতির ওপর নির্ভর করে।"

অন্যদিকে, নিজের প্রথম ক্রাশ প্রসঙ্গে তিনি জানান, "আমার প্রথম ক্রাশকে বিয়ে করেছি!" অর্থাৎ, তার স্বামী অজয় দেবগনই তার প্রথম ভালোবাসা।

শাহরুখ-কাজল একাধিক ব্লকবাস্টার সিনেমায় অভিনয় করেছেন, যেমন ‘ডিডিএলজে’, ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘বাজিগর’। অন্যদিকে, কাজল ও অজয় জুটিও ‘তানহাজি’, ‘ইশক’সহ বেশ কিছু হিট সিনেমা উপহার দিয়েছেন।

জাফরান

×