ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ ফাল্গুন ১৪৩১

ভোট দেওয়ার অধিকার তো আমরা হারিয়েই ফেলেছিলাম: আবুল হায়াত

প্রকাশিত: ২৩:৪০, ২৫ ফেব্রুয়ারি ২০২৫

ভোট দেওয়ার অধিকার তো আমরা হারিয়েই ফেলেছিলাম: আবুল হায়াত

ছবি: সংগৃহীত

দীর্ঘদিন পর ভোটাধিকার প্রয়োগ করতে পেরে আনন্দিত প্রবীণ অভিনেতা আবুল হায়াত। গণতন্ত্রের এই মৌলিক অধিকারের মূল্য কতটা তা তুলে ধরে তিনি বলেন, "ভোট দেওয়ার অধিকার তো আমরা হারিয়েই ফেলেছিলাম। বহুদিন পর একটা ভোট দিতে পারলাম, এর চেয়ে আনন্দের আর কিছু হতে পারে না।"

ভোট প্রদান শেষে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ প্রত্যাশা নিয়ে নিজের মতামত ব্যক্ত করেন। কোনো কমিটি বা সংগঠনের দায়িত্ব গ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, "যে-ই আসুক, প্রত্যাশা থাকে তারা ভালো কিছু করবে, নতুন কিছু করবে। কিন্তু গড্ডালিকা প্রবাহের মতো কাজ আমার পছন্দ নয়। দেখা যায়, দায়িত্ব নেওয়ার পর অনেকে শুধু মিটিং, চা-নাস্তা, পিকনিক আর বড় বড় পার্টিতে ব্যস্ত হয়ে পড়ে। শেষমেশ চাঁদা তুলে কল্যাণ কমিটি বানানোই মূল উদ্দেশ্য হয়ে দাঁড়ায়। আমি এসব পছন্দ করি না।"

কাজের প্রতি গুরুত্বারোপ করে আবুল হায়াত বলেন, "আমি চাই কাজ হোক, বাস্তব পদক্ষেপ নেওয়া হোক। কমিটিগুলো শুধু পরিচালনার দায়িত্ব নেবে না, তারা দিকনির্দেশনাও দেবে, মানুষকে শিখাবে। নতুন পরিচালকদের সামনে আনা হোক, পুরোনোরাও শিখুক। আমি নিজেও শেখার জন্য প্রস্তুত। কিন্তু কোথাও কি এমন ব্যবস্থা আছে? কেউ কি বলে আসুন, একটা কর্মশালায় যোগ দিন? কেউ কি দেখায়, আমাদের নতুন সদস্যরা কী কী কাজ করছে?"

তিনি আরও বলেন, "কেউ যদি ভালো কিছু করে, তাহলে তাকে স্বীকৃতি দেওয়া উচিত। যদি কেউ খারাপ করে, তাহলে তাকে বলা উচিত, তুমি আরও শিখে এসো। এভাবেই একটা সিস্টেম গড়ে ওঠে। কিন্তু এখন যা হচ্ছে, তাতে কাজের চেয়ে পিকনিকের আয়োজনেই সবাই ব্যস্ত। আমি চাই না শুধু আনন্দ-উৎসব হোক, চাই কার্যকর উদ্যোগ নেওয়া হোক।"

মিডিয়ার ভূমিকা নিয়েও কথা বলেন এই বর্ষীয়ান অভিনেতা। তিনি মনে করেন, সংবাদমাধ্যম শুধু নেতিবাচক দিকগুলোই তুলে ধরে, ইতিবাচক দিকগুলো তুলে আনে না। তিনি বলেন, "আপনারা যারা মিডিয়ায় আছেন, আমাদের ভালো দিকগুলোও তুলে ধরুন। শুধু খারাপ দিক দেখালে সমস্যার সমাধান হবে না।"

ভিডিও দেখুন: https://youtu.be/Fh80BVYfTMw?si=m8romfY1a3w5-6Eu

এম.কে.

×