ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ ফাল্গুন ১৪৩১

নিরাপদ ছিনতাইয়ের অধিকার চেয়ে ছিনতাইকারী নামবে শাহবাগে! শবনম ফারিয়ার ফানপোস্ট

প্রকাশিত: ২৩:২৩, ২৫ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ২৩:২৩, ২৫ ফেব্রুয়ারি ২০২৫

নিরাপদ ছিনতাইয়ের অধিকার চেয়ে ছিনতাইকারী নামবে শাহবাগে! শবনম ফারিয়ার ফানপোস্ট

ছবি: সংগৃহীত।

জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে আজ (২৫ ফেব্রুয়ারি) রাতে একটি ফানপোস্ট করেছেন।

পোস্টটিতে তিনি তার এক জুনিয়র বন্ধু রিয়াজের সঙ্গে কথোপকথনের একটি কল্পিত সংলাপ তুলে ধরেন:

শবনাম ফারিয়া: দেখ, রাস্তায় আর্মি নামছে!
রিয়াজ: বলেন কি? কালকে দেখা গেল ছিনতাইকারিরা শাহবাগে আন্দোলনে নামছে, “নিরাপদে ছিনতাই করার অধিকার চাই”।

এই পোস্টটি প্রকাশের পরপরই সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। অনেকেই এটিকে ব্যঙ্গাত্মক রসিকতা হিসেবে দেখছেন। কমেন্ট সেকসশন ঘেটে দেখা যায় নেটিজেনরা তার এ মন্তব্যে বেশ মজা পেয়েছেন। যা ইতোমধ্যেই অনেক প্রতিক্রিয়া পেয়েছে।

সায়মা ইসলাম

×