ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ ফাল্গুন ১৪৩১

খুব শীঘ্রই ‘ব্যক্তিগত সহকারী’ পদে আরো কিছু ব্যক্তি প্রয়োজন হতে পারে: পিয়া জান্নাতুল

প্রকাশিত: ২৩:২১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ২৩:২২, ২৫ ফেব্রুয়ারি ২০২৫

খুব শীঘ্রই ‘ব্যক্তিগত সহকারী’ পদে আরো কিছু ব্যক্তি প্রয়োজন হতে পারে: পিয়া জান্নাতুল

ছবি: সংগৃহীত।

রাজনীতিবিদ থেকে বড় ব্যবসায়ী— যেকোনো ধরনের হাই প্রোফাইল ব্যক্তিত্বদের প্রয়োজন হয় একজন ব্যক্তিগত সহকারী বা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট (পিএস)। দেশের শোবিজ অঙ্গনও এর বাইরে নয়, যেখানে প্রায় সব তারকাদেরই দু-একজন করে সহকারীর প্রয়োজন পড়ে।

বর্তমান সময়ের তারকা ও মডেল জান্নাতুল ফেরদৌস পিয়া নিজে জন্য একজন ব্যক্তিগত সহকারী খুঁজছেন। শুধু তাই নয়, তিনি শোবিজের পাশাপাশি আইন পেশাতেও যুক্ত; অর্থাৎ তিনি একজন সুপ্রিম কোর্টের আইনজীবী।

সম্প্রতি, সামাজিক মাধ্যমে নিজের জন্য ব্যক্তিগত সহকারী চেয়ে একটি চাকরির বিজ্ঞাপন পোস্ট করেছিলেন পিয়া। সেখানে তিনি তার প্রত্যাশা এবং আবেদকদের জন্য যোগ্যতার বিষয়ে বিস্তারিত উল্লেখ করেছেন। সেই পোস্টের পর মাত্র ১৫ মিনিটের মধ্যে তিনি ১০০টি আবেদন পেয়ে যান, যা তিনি নিজেই উল্লেখ করেছেন।

আজ ২৫ ফেব্রুয়ারি পিয়া তার ব্যক্তিগত সহকারী নিয়োগ বিষয়ে আরও একটি পোস্ট করেন। ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করে পোস্টটি হুবহু তুলে দেয়া হলো। পোস্টে পিয়া লিখেছেন:

"ব্যক্তিগত সহকারী" পদের জন্য আমি একটি শূন্যপদ পোস্ট করেছিলাম। আপনাদের সকলের আগ্রহ এবং সময় ব্যয় করার জন্য আমি সত্যিই কৃতজ্ঞ। সাক্ষাৎকার এবং আমাদের কথোপকথনটি উপভোগ করেছি। তবে, আমি ইতিমধ্যেই আপনাদের কাছ থেকে একজনকে এই পদের জন্য নিয়োগ করেছি।

তবে হতাশ হবেন না কারণ খুব শীঘ্রই আমাদের সাথে যোগদানের জন্য আরও কিছু প্রার্থীর প্রয়োজন হতে পারে। আপনাদের সকলকে ধন্যবাদ।"

নুসরাত

×