ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ ফাল্গুন ১৪৩১

পরকীয়ার কারণেই কি সংসার ভাঙছে গোবিন্দের?

প্রকাশিত: ২২:১০, ২৫ ফেব্রুয়ারি ২০২৫

পরকীয়ার কারণেই কি সংসার ভাঙছে গোবিন্দের?

অভিনেতা গোবিন্দ

বলিউডের জনপ্রিয় অভিনেতা গোবিন্দ ও তার স্ত্রী সুনীতা আহুজার ৩৭ বছরের দাম্পত্যে ফাটল ধরেছে বলে গুঞ্জন উঠেছে। বলিপাড়ার সূত্রে জানা যাচ্ছে, দীর্ঘদিন ধরেই আলাদা থাকছেন এই দম্পতি। সুনীতা দুই সন্তানকে নিয়ে মুম্বাইয়ের একটি ফ্ল্যাটে থাকেন, অন্যদিকে গোবিন্দ থাকেন নিজের বাংলোয় একা।

গুঞ্জন রয়েছে, বয়সে ছোট এক মরাঠি অভিনেত্রীর সঙ্গে ঘনিষ্ঠতার কারণেই নাকি এই সম্পর্কের টানাপোড়েন তুঙ্গে পৌঁছেছে। যদিও আনুষ্ঠানিকভাবে দুজনের কেউই বিচ্ছেদের বিষয়ে কোনো মন্তব্য করেননি। তবে সুনীতার সাম্প্রতিক এক সাক্ষাৎকারে বিচ্ছেদের ইঙ্গিত স্পষ্ট।

গোবিন্দের প্রেমজীবন বরাবরই চর্চার বিষয় ছিল। ৯০-এর দশকে নীলমের সঙ্গে তার সম্পর্ক নিয়ে নানা কথা শোনা যেত। এমনকি, তিনি নীলমকে বিয়ের কথাও ভেবেছিলেন, কিন্তু মায়ের বাধার কারণে তা হয়নি। পরবর্তীতে বলিউডের আরেক অভিনেত্রী রানী মুখার্জীর সঙ্গেও তার সম্পর্ক নিয়ে কানাঘুষো শোনা গিয়েছিল।

তখন থেকেই গোবিন্দের ক্যারিয়ারেও পতন দেখা যাচ্ছে। ২০১৯ সালে মুক্তি পাওয়া তার শেষ ছবি ‘রঙ্গিলা রাজা’ বক্স অফিসে ব্যর্থ হয়। একসময়ের সুপারস্টার অভিনেতার পেশাদার জীবন যেমন ঝিমিয়ে পড়েছে, তেমনি ব্যক্তিগত জীবনও টালমাটাল অবস্থায় রয়েছে বলে মনে করা হচ্ছে।

আশিক

×