ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ ফাল্গুন ১৪৩১

ঈদের সিনেমা ‘আতরবিবি লেন’

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২১:৪০, ২৫ ফেব্রুয়ারি ২০২৫

ঈদের সিনেমা ‘আতরবিবি লেন’

ফারজানা সুমি ও গোলাম মুস্তফা

‘আতরবিবি লেন’ সিনেমাটি সম্প্রতি সেন্সর ছাড়পত্র পেয়েছে। এবার চলছে প্রেক্ষাগৃহে আসার প্রস্তুতি। টাইমস মিডিয়ার ব্যানারে সিনেমাটি পরিচালনা করেছেন মিজানুর রহমান লাবু। তিনি এই তথ্য নিশ্চিত করে জানান, আসছে ঈদে ছবিটি মুক্তির পরিকল্পনা রয়েছে। নির্মাতা লাবুর কাহিনি, সংলাপ ও চিত্রনাট্যে ‘আতরবিবি লেন’ সিনেমাতে আতরবিবি চরিত্রে অভিনয় করেছেন ফারজানা সুমি।

তার বিপরীতে অভিনয় করেছেন দুই বাংলার সিনেমাতে কাজ করা অভিনেতা গোলাম মুস্তফা প্রকাশ। এছাড়াও বিভিন্ন চরিত্রে দেখা যাবে রাশেদ মামুন অপু, আশীষ খন্দকার, এলিনা শাম্মী, সানজিদা মিলা, জয়রাজ, পারভেজ সুমন, ফরহাদ লিমন, কাজী উজ্জ্বল, সকাল, সীমান্ত প্রমুখ। নির্মাতা লাবু বলেন, সেন্সর সার্টিফিকেট পেয়ে ভালো লাগছে।

সিনেমাটি মুক্তি দিতে আপাতত আর কোনো বাধা বা প্রতিকূলতা নেই। আমরা এখনো মুক্তির তারিখ চূড়ান্ত করিনি। তবে আগামী রোজা ঈদ কিংবা ঈদ পরবর্তী কোনো সুবিধাজনক সময়ে সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করেছি।
ফারজানা সুমি বলেন, সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করে অসাধারণ ভালো লাগা কাজ করছে আমার মধ্যে। আতরবিবি হওয়া খুব সহজ ছিল না আমার জন্য। অনেক হোমওয়ার্ক করতে হয়েছে। পরিচালক লাবু ভাইয়ের নির্দেশনা মেনে নিজেকে তৈরি করেছি। মনে আছে গেল বছরের রোজার মাসে অসম্ভব পরিশ্রম করে সিনেমাটির শূটিং করেছি। দর্শক ছবিটি দেখলে এবং উপভোগ করলে সব শ্রম সফল হবে আমাদের।
ছবির গল্পে দেখা যাবে-আতরবিবি সমাজের আর দশটা স্বাভাবিক মেয়ের মতো বাঁচার স্বপ্ন দেখে। নিজের একটা সুখের জীবন কাটানোর অনেক স্বপ্ন তার। কিন্তু এই সমাজে ভদ্রবেশি কিছু ভয়ঙ্কর স্বার্থলোভীর স্বার্থ উদ্ধারের জন্য বারবার বলি হতে হয় আতরবিবিকে। তার জীবনে নানান ঘাত প্রতিঘাতের ঘটনা ঘটতে থাকে। পুরো সিনেমাতে আতরবিবির মধ্য দিয়ে প্রান্তিক নারীদের সংগ্রামী জীবন ওঠে আসবে।
নির্মাতা সূত্রে জানা গেছে, ঢাকার বিভিন্ন লোকেশন ছাড়াও দৌলতদিয়া যৌনপল্লী, রাজবাড়ী, গোয়ালন্দ, ফরিদপুর ইত্যাদি স্থানে ‘আতরবিবি লেন’ সিনেমাটির শূটিং হয়েছে।

×