ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ ফাল্গুন ১৪৩১

দীপিকা পাড়ুকোনের ‘হুবহু প্রতিচ্ছবি’!

প্রকাশিত: ১৬:৩৫, ২৫ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১৭:১০, ২৫ ফেব্রুয়ারি ২০২৫

দীপিকা পাড়ুকোনের ‘হুবহু প্রতিচ্ছবি’!

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির গুরুত্বপূর্ণ ম্যাচে পাকিস্তানকে পরাজিত করে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ভারত। তবে আয়োজক দেশ হওয়া সত্ত্বেও পাকিস্তানের এই পরাজয়ে সমর্থকদের মধ্যে নেমে এসেছে হতাশা। এরই মধ্যে এক পাকিস্তানি সমর্থকের প্রতিক্রিয়া ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে, যাকে দেখে অনেকেই বলছেন— তিনি যেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের প্রতিচ্ছবি!

ভাইরাল ভিডিওতে দেখা যায়, পাকিস্তানি দর্শকদের মধ্যে হতাশার ছাপ স্পষ্ট। তবে সবার নজর কেড়েছেন এক নারী ভক্ত, যিনি মাঠে বসে হারের দুঃখকে লুকিয়ে রাখার চেষ্টা করছেন এক ম্লান হাসির আড়ালে। জানা গেছে, তার নাম ফারিয়াল ওয়াকার।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর নেটিজেনরা তার চেহারার সঙ্গে দীপিকা পাড়ুকোনের আশ্চর্যজনক মিল খুঁজে পেয়েছেন। কেউ কেউ মজা করে লিখেছেন, "দীপিকা পাড়ুকোন প্রো ম্যাক্স লাইট ২.০!" আবার কেউ বলছেন, "তোমার হাসি তোমার হতাশার কথা বলে দিচ্ছে!"

সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ব্যাপকভাবে শেয়ার হচ্ছে, কমেন্টের বন্যা বইছে। অনেকে আবার তাকে নতুন ‘ইন্টারনেট সেনসেশন’ বলেও উল্লেখ করছেন।

এখন দেখার বিষয়, এই আকস্মিক জনপ্রিয়তার পর ফারিয়াল ওয়াকার নিজে এ নিয়ে কোনো প্রতিক্রিয়া জানান কি না!

রাজু

×