ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ ফাল্গুন ১৪৩১

তামান্না ভাটিয়া

এমন সুযোগ জীবনে একবার আসে

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ১০:৪৯, ২৫ ফেব্রুয়ারি ২০২৫

এমন সুযোগ জীবনে একবার আসে

ছবিঃ তামান্না ভাটিয়া

দক্ষিণী অভিনেত্রী তামান্না ভাটিয়া মহাকুম্ভে যোগ দিয়েছেন পরিবারের সঙ্গে। সালোয়ার-কুর্তা পরা এ অভিনেত্রীকে ত্রিবেণী সঙ্গমে ডুব দিতে সহযোগিতা করতে দেখা যায়।

তামান্না বলেন, "এমন সুযোগ জীবনে একবার আসে। অনেক মানুষকে এখানে দেখতে পাচ্ছি। আমার মনে হয়, কষ্ট ও যন্ত্রণা থেকে আমরা সবাই মুক্তি পেতে চাই।’

তামান্নার কথায়, ‘সবাই এখানে এসেছেন নিজের কিছু বলার উদ্দেশ্য নিয়ে। তাই এখানে আসার সুযোগ ছাড়া যায় না। সেজন্য সকলকে সঙ্গে নিয়ে আসতে পেরে ভালো লাগছে। মানুষের বিশ্বাস ও ভক্তির জন্যই এত বড় একটা সমাগম সম্ভব হচ্ছে।’

 

তিনি আরও বলেন, "মানুষের বিশ্বাস ও ভক্তির জন্যই এত বড় সমাগম সম্ভব হয়েছে।"

সম্প্রতি ‘ওডেলা ২’-এর ঝলকেও তামান্নাকে সন্ন্যাসিনীর বেশে দেখা গেছে।

 

 

জাফরান

×