ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩১

চলে গেলেন নির্মাতা জাহিদুর রহিম অঞ্জন

প্রকাশিত: ০১:৩০, ২৫ ফেব্রুয়ারি ২০২৫

চলে গেলেন নির্মাতা জাহিদুর রহিম অঞ্জন

‘মেঘমল্লার’ ছবির নির্মাতা জাহিদুর রহিম অঞ্জন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী চিত্রগ্রাহক মাজহারুল রাজু গণমাধ্যমকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, জাহিদুর রহিম অঞ্জন দীর্ঘদিন ধরে লিভারের জটিল সমস্যায় ভুগছিলেন। চিকিৎসার জন্য তিনি বেঙ্গালুরুর একটি হাসপাতালে ভর্তি ছিলেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

২০১৪ সালে কথাসাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াসের ‘রেইনকোট’ গল্প অবলম্বনে নির্মিত তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মেঘমল্লার’ ব্যাপক প্রশংসা পায়। এই ছবির জন্য তিনি ‘শ্রেষ্ঠ পরিচালক’ ও ‘শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা’ হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

তার সর্বশেষ নির্মাণ ‘চাঁদের অমাবস্যা’ সরকারি অনুদানে নির্মিত একটি চলচ্চিত্র। শুটিং শেষ হলেও দেশের সার্বিক পরিস্থিতি ও তার অসুস্থতার কারণে ছবিটি মুক্তি দেওয়া সম্ভব হয়নি।

রাজু

×