ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩১

আপু আমাকে অনেক হেল্প করেছে- এখানে যে অভিনেত্রীর কথা বললেন রেহান

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ২২:১৭, ২৪ ফেব্রুয়ারি ২০২৫

আপু আমাকে অনেক হেল্প করেছে- এখানে যে অভিনেত্রীর কথা বললেন রেহান

ছবিঃ রেহান, সংগৃহীত

সুদর্শন মডেল ও অভিনেতা ফররুখ আহমেদ রেহান সম্প্রতি ওয়েব ফিল্ম 'নীল সুখ'-এ অভিনয় করে আলোচনায় এসেছেন। ভিকি জাহেদ পরিচালিত এই ফিল্মে তিনি  জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর সঙ্গে জুটি বেঁধেছেন। 'নীল সুখ' মুক্তি পেয়েছে ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জ-এ। 

অভিনয় প্রসঙ্গে রেহান জানান, "আমার মনেই হয়নি যে আমি নতুন; সবাই খুব সহায়তা করেছেন। বিশেষ করে মেহজাবীন আপু আমাকে অনেক হেল্প করেছেন।" পরিচালক ভিকি জাহেদ এই ওয়েব ফিল্মটি প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদকে উৎসর্গ করেছেন, যা পারিবারিক ও ভালোবাসার গল্প নিয়ে নির্মিত। 

'নীল সুখ'-এ রেহান ও মেহজাবীন 'মারুফ' ও 'অর্পা' চরিত্রে অভিনয় করেছেন।

জাফরান

×