ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩১

নতুন পরিচয়ে বুবলী

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২০:৪০, ২৪ ফেব্রুয়ারি ২০২৫

নতুন পরিচয়ে বুবলী

শবনম বুবলী

বাংলাদেশের সিনেমার এই প্রজন্মের জনপ্রিয় নায়িকা শবনম বুবলী এবার প্রযোজনায় নিজেকে সম্পৃক্ত করলেন। তার নিজস্ব প্রযোজনা সংস্থা বিগ প্রোডাকশনসের অফিসিয়াল ঘোষণা দিয়েছেন তিনি শনিবার। এই প্রতিষ্ঠানের তিনি প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান। শবনম বুবলী বলেন, আলহামদুলিল্লাহ, আমি আমার পেশাগত ব্যস্ততার মধ্যে থেকেই বিগ প্রোডাকশনের যাত্রা শুরু করতে পেরেছি, এটাই আপাতত আমার কাছে গুরুত্বপূর্ণ। শীঘ্রই আনুষ্ঠানিক ঘোষণা আসবে। বিগ প্রোডাকশনকে একটি দৃষ্টান্তমূলক স্থানে নিয়ে যেতে চাই যেন আগামীতে এই প্রতিষ্ঠান অনেকের কাছে অনুপ্রেরণার হয়ে থাকে। একজন নায়িকা বা অভিনেত্রী হিসেবে আমি যেমন শতভাগ মনোযোগী, ঠিক তেমনটাই পাবেন সবাই আমার প্রযোজনাতেও। মাত্র তো শুরু, ইনশাআল্লাহ সবাইকে সঙ্গে নিয়ে আগামীর পথে এগিয়ে যাবে আপনাদের বুবলীর বিগ প্রোডাকশন। বুবলী জানান, তার প্রোডাকশনসে নতুন-পুরানো শিল্পীরা অনায়াসে কাজ করবেন।
নাটক নির্মাণের মধ্য দিয়েই তার প্রতিষ্ঠানের যাত্রা শুরু হবে এবার ঈদে। তার প্রযোজনা সংস্থা থেকে সিনেমা, নাটক ও মিউজিক ভিডিও নির্মিত হবে। বুবলী জানান আগামী বছর তার প্রযোজনা সংস্থা থেকে নির্মিত সিনেমা মুক্তি পাবে। চলতি বছরের পুরোটা সময় তিনি গল্প নির্বাচন, পরিচালক নির্বাচন, শিল্পী নির্বাচনসহ পুরো সিনেমার যাবতীয় কাজ শেষ করার চেষ্টা করবেন।
২০২৫ সাল জুড়েই বুবলীর একের পর এক সিনেমা মুক্তি পাবে। আবার ২০২৫ সালেই শুরু হলো তার প্রযোজনা সংস্থার যাত্রা। যে কারণে ২০২৫ সালটা তার জীবনের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ একটি বছর। তার ভাষ্যমতে এই বছরটি তার চলচ্চিত্র জীবনের একটি চ্যালেঞ্জিং বছর। বিগ প্রোডাকশনসের ‘বি’তে বুবলী, ‘আই’তে ইনোভেটিভ, অর্থাৎ উদ্ভাবনী ক্ষমতা আছে যাদের তাদের সঙ্গে নিয়ে পথচলা, ‘জি’তে গ্রুপ। সেই গ্রুপকে সঙ্গে নিয়েই পথচলা যাদের মধ্যে উদ্ভাবনী ক্ষমতা রয়েছে। ‘বিগ’-এর লোগোতে আই লেটারের ওপর স্টার মার্কের ব্যাখ্যা দিতে গিয়ে বুবলী জানান, এখানে যারা কাজ করবেন বা করেন তারা প্রত্যেকেই যার যার পেশায় একজন স্টার। সেই সমন্বিত স্টাররা একসঙ্গে কাজ করলে ভালো কিছু হবেইÑ এমনটাই বিশ^াস বুবলীর।
এদিকে বুবলী আজ ‘পিনিক’ সিনেমার ডাবিং করবেন। বিগ প্রোডাশনসের আপাতত অফিসিয়াল কার্যক্রম পরিচালিত হবে রাজধানীর নিকেতন থেকে।

×