ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩১

‘ছাবা’ সিনেমার নির্মাতাদের বিরুদ্ধে ১০০ কোটি রুপি মানহানি মামলার হুমকি

প্রকাশিত: ১৬:৫৪, ২৪ ফেব্রুয়ারি ২০২৫

‘ছাবা’ সিনেমার নির্মাতাদের বিরুদ্ধে ১০০ কোটি রুপি মানহানি মামলার হুমকি

ছবি: সংগৃহীত

ভালোবাসা দিবসে মুক্তির পর থেকেই বক্স অফিসে ঝড়, দুর্দান্ত ব্যবসা করছে লক্ষ্মণ উতেকরের সিনেমা ‘ছাবা’। এর মধ্যেই নতুন বিপদে সিনেমার নির্মাতারা। তথ্য বিকৃতির অভিযোগে সিনেমাটির নির্মাতাদের বিরুদ্ধে ১০০ কোটি রুপির মানহানি মামলার হুমকি দিয়েছেন দুই মারাঠা যোদ্ধা গনোজি ও কানহোজির বংশধররা। খবর বলিউড হাঙ্গামার

সিনেমায় দেখানো হয়েছে, গনোজি ও কানহোজির বিশ্বাসঘাতকতার জেরেই আওরঙ্গজেবের কাছে পরাস্ত হতে হয় সম্ভাজিকে। ষড়যন্ত্র করে মোগল সম্রাটের শিবিরে যোগ দেন দুই মারাঠা যোদ্ধা। মারাঠা লোককথাতে ও এই কাহিনি বহুল প্রচারিত।

এবার সিনেমার পর্দায় সেই দৃশ্য দেখে তেড়েফুঁড়ে উঠলেন গনোজি, কানহোজির বংশের ত্রয়োদশ প্রজন্ম। তাঁদের অভিযোগ, ছবিতে এমন দৃশ্যের জন্য তাঁদের পরিবারের মান-মর্যাদা নষ্ট হচ্ছে। অবিলম্বে পরিচালককে সেই দৃশ্য বদলের জন্য হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। না হলে ১০০ কোটি রুপির মানহানি মামলা করা হবে পরিচালক লক্ষ্মণ উতরেকর ও টিম ‘ছাবা’র বিরুদ্ধে।

কথিত তথ্য বিকৃতি এড়াতে গত ২০ ফেব্রুয়ারি ‘ছাবা’ টিমের বিরুদ্ধে আইনি নোটিশও পাঠিয়েছেন গনোজি, কানহোজির বংশধরেরা।

প্রতিক্রিয়ায় এর মধ্যেই দুঃখপ্রকাশ করে বিবৃতি দিয়েছেন নির্মাতা উতেকর। এর আগে সিনেমায় সম্ভাজি মহারাজের নাচ ও গানের দৃশ্য নিয়ে বিতর্কের মুখে সিনেমা থেকে দৃশ্যগুলো বাদ দেন নির্মাতারা।

এদিকে এখনো বক্স অফিসে দাপট দেখাচ্ছে ‘ছাবা’ সিনেমাটি। মুক্তির প্রথম সপ্তাহে বক্স অফিসে ভিকির ছবিটি ২১৯ কোটি ২৫ লাখ রুপি আয় করেছে।

দ্বিতীয় শুক্রবার ছবিটি ২৩ কোটি ৫০ লাখ রুপি ঘরে তোলে। শনিবার সেই আয়ের পরিমাণ বেড়ে হয় ৪৫ কোটি রুপি। সব মিলিয়ে মুক্তির ১০ দিনে ছবিটি আয় করেছে ৩১৬ কোটি রুপি।

‘ছাবা’ ছবিটির প্রযোজক দীনেশ বিজন। ছত্রপতি সম্ভাজি মহারাজের চরিত্রে ধরা দিয়েছেন ভিকি কৌশল। তাঁর স্ত্রীর চরিত্রে আছেন রাশমিকা মান্দানা। আওরঙ্গজেবের চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় খান্না।
 

সূত্র : https://www.prothomalo.com/entertainment/bollywood/z0fa8w1zyi

ফয়সাল

×