ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩১

ভারত-পাকিস্তান ম্যাচে গ্যালারিতে কেক নিয়ে কি করছেন উর্বশী?

প্রকাশিত: ১৬:২৬, ২৪ ফেব্রুয়ারি ২০২৫

ভারত-পাকিস্তান ম্যাচে গ্যালারিতে কেক নিয়ে কি করছেন উর্বশী?

ছ‌বি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা, যিনি ২৫ ফেব্রুয়ারি তার ৩১তম জন্মদিন উদযাপন করবেন। গতকাল দুবাইয়ে অনুষ্ঠিত ভারত-পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফি ম্যাচের সময় একটি অপ্রত্যাশিত জন্মদিনের চমক পেয়েছিলেন। তবে এই উদযাপন দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার বিষয় হয়ে ওঠে।

রবিবার, উর্বশী তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করেন, যেখানে দেখা যায় স্টেডিয়ামের এক কর্মী তাকে স্ট্রবেরি কেক উপহার দেন। ভিডিওতে অভিনেত্রীকে হাসিমুখে কেক হাতে পোজ দিতে, ভক্তদের উদ্দেশ্যে হাত নাড়তে এবং কর্মীকে আলিঙ্গন করতে দেখা যায়। তিনি পোস্টটির ক্যাপশনে লেখেন, "আমার জন্য জন্মদিনের এই চমকের জন্য ধন্যবাদ।"

এই চমকপ্রদ মুহূর্তটি তাকে আনন্দিত করলেও, ইন্টারনেটে এটি নিয়ে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যায়। এক রেডিট ব্যবহারকারী ভিডিওটি পোস্ট করে মজার ছলে লেখেন, "উর্বশী, প্রথম মহিলা যিনি পূর্ণ স্টেডিয়ামে তার জন্মদিন উদযাপন করছেন!!" পোস্টটি দ্রুতই জনপ্রিয় হয়ে ওঠে এবং অনেকেই মজার মন্তব্য করতে থাকেন।

"তিনি কখনো নিজেকে আলোচনার কেন্দ্রবিন্দু করতে ব্যর্থ হন না," এক ব্যবহারকারী মন্তব্য করেন। আরেকজন লেখেন, "প্রথম সবচেয়ে সুন্দর, সবচেয়ে কমবয়সী, সবচেয়ে প্রতিভাবান মিস ওয়ার্ল্ড, মিস ইউনিভার্স, আইআইটি শিক্ষার্থী, যিনি ভেবেছিলেন দর্শকরা তার জন্য চিয়ার করছে, ভারত-পাকিস্তান ম্যাচের জন্য নয়।"

অনলাইনে নানা রকম ঠাট্টার মাঝেও, উর্বশীর এই উদযাপন ক্রিকেট ম্যাচে একটি ভিন্ন মাত্রা যোগ করেছে, যা মাঠের ভেতরে ও বাইরে তাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে রেখেছে।

তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস

আবীর

×