ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

দিতির মেয়ে লামিয়া

আমার মা-বাবা মারা গেছে বলে আমার পাশে কি কেউ নেই?

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ২৩:২১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ২৩:৩৮, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

আমার মা-বাবা মারা গেছে বলে আমার পাশে কি কেউ নেই?

ছবিঃ চিত্রনায়িকা দিতি ও মেয়ে লামিয়া চৌধুরী সংগৃহীত

প্রয়াত চিত্রনায়িকা দিতির মেয়ে লামিয়া চৌধুরীর ওপর হামলার অভিযোগ উঠেছে। সন্ত্রাসীরা ইট ছুড়ে তার গাড়ির গ্লাস ভাঙচুর করে এবং তিনি পায়ে আঘাত পান। প্রাণ বাঁচাতে তিনি ঢাকায় পালিয়ে আসেন।

শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকালে ফেসবুকে লাইভে এসে তিনি এ ঘটনার বিবরণ দেন। লাইভে ইটপাটকেল নিক্ষেপ ও চিৎকার শোনা যায়। 

এই ঘটনায় লামিয়া চৌধুরী তার ফেসবুকে পোস্ট দিয়ে লিখেছেন, ‘আমার পাশে কি কেউ নেই? আমার মা-বাবা মারা গেছে বলে আমার পাশে কি কেউ নেই?’

জানা গেছে, নারায়ণগঞ্জের সোনারগাঁ দিয়াপাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধে সালিশ চলাকালে এ ঘটনা ঘটে। প্রায় ৩০-৪০ জন তার বাড়িতে অবস্থান নেয়।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইমাম জানান, লামিয়া কোনও অভিযোগ করেননি এবং বিরোধের পক্ষগুলো তার আত্মীয়-স্বজন।

জাফরান

×