ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

তটিনী

আমি আসলে কার কি ক্ষতি করেছি?

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ২০:১১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

আমি আসলে কার কি ক্ষতি করেছি?

ছবিঃ তটিনী, সংগৃহীত

বাংলাদেশের ছোট পর্দার সুপরিচিত অভিনেত্রী তটিনী সম্প্রতি এক বিপাকে পড়েছেন। তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল এবং অফিশিয়াল পেজ হ্যাক হয়েছে। তবে কে বা কারা আছেন  এর পেছনে রয়েছে, সে বিষয়ে নিশ্চিত নন তিনি।

তটিনী তার ভক্তদের উদ্দেশে বলেন, "আমি আসলে কার কি ক্ষতি করেছি, আমি জানি না। তবে আমি মানুষের অনেক ভালোবাসা পেয়েছি। মানুষ আমাকে এত ভালোবাসে, এটা তো অনেকে চেয়েও পায় না।"

তিনি ইতিমধ্যেই নতুন করে একটি ফেসবুক পেজ ও প্রোফাইল খুলেছেন এবং তার অনুরাগীদের সেখানেই যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন।

তটিনীর জনপ্রিয়তা ক্রমশ ঊর্ধ্বমুখী। তার হাস্যোজ্জ্বল উপস্থিতি এবং অভিনয়ের দক্ষতার জন্য দর্শকের ভালোবাসার শীর্ষে রয়েছেন তিনি। তবে সাইবার অপরাধীদের এমন কার্যক্রম তার এবং তার ভক্তদের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

 

জাফরান

×