ঢাকা, বাংলাদেশ   রোববার ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

আশুলিয়ায় নিজ বাড়িতে ডাকাতের গুলিতে অভিনেতা আহত

নিজস্ব সংবাদদাতা, সাভার

প্রকাশিত: ১৭:২০, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

আশুলিয়ায় নিজ বাড়িতে ডাকাতের গুলিতে অভিনেতা আহত

অভিনেতা আজিজুর রহমান আজাদ

আশুলিয়ায় ছোট পর্দার অভিনেতা আজিজুর রহমান আজাদের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাত দলের সদস্যরা অভিনেতা আজাদকে লক্ষ্য করে গুলি করলে তিনি আহত হন। এছাড়া অভিনেতার স্ত্রী ও মা দুজনই গুরুতর আহত হয়েছেন। পরে তাদেরকে উদ্ধার করে রাজধানীর উত্তরার শিপ ইন্টারন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, এদিন ভোররাতে আশুলিয়ার জিরাবো এলাকায় আজাদের নিজ বাড়ির রান্নাঘরের জানালার গ্রীল কেটে ডাকাত দলের সদস্যরা ভেতরে প্রবেশ করে। এরপর বাসার সবাই বিষয়টি বুঝতে পেয়ে রান্নাঘরে গেলে সেসময় অভিনেতার স্ত্রী রোকসানা হক (৩৩) ও মা আজিজুন্নাহার (৬৫) ওপর হামলা চালায় ডাকাত দলের সদস্যরা। পরে ডাকাতরা চলে যাওয়ার সময়ে আজাদের পায়ে তিনটি গুলি করে।

শিপ ইন্টারন্যাশনাল হসপিটালের চিকিৎসক ডা. কামরুজ্জামান বলেন, অভিনেতার শরীরে তিনটি গুলিবিদ্ধ হয়েছে। বর্তমানে তিনি শংকামুক্ত। তার স্ত্রী এবং মায়েরও চিকিৎসা চলছে।

আশুলিয়া থানার ওসি নূরে আলম সিদ্দিক বলেন, অভিনেতার পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

রাজু

×